Mamata Banerjee: কেষ্টর জেলায় কোন স্ট্র্যাটেজি মমতার, আজ কালীঘাটে বীরভূম নিয়ে বৈঠক
Birbhum: বীরভূম তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব একটা বড় ফ্যাক্টর। অন্যদিকে ২০১৪ থেকেই ওই জেলায় বিজেপি বাড়ছে। বিজেপির গুরুত্বপূর্ণ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে ওই জেলার জন্য। সামনে ২০২৪-এর লোকসভা নির্বাচন। তার আগে মমতা কোন ভোকাল টনিক দেন আজ, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

বীরভূম: লোকসভা ভোটের আগে জেলাওয়াড়ি বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার বীরভূম জেলা নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে বেলা তিনটের সময় বৈঠক। রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বীরভূম। বিশেষ করে অনুব্রতহীন এই জেলায় বারবার গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ রয়েছে।
সেসব ঠেকাতে ইতিমধ্যেই ৯ জনের কোর কমিটি গড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোর কমিটি গঠিত হওয়ার পর এই প্রথম কালীঘাটে বীরভূম জেলা নিয়ে বসছেন মমতা।
বীরভূম তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব একটা বড় ফ্যাক্টর। অন্যদিকে ২০১৪ থেকেই ওই জেলায় বিজেপি বাড়ছে। বিজেপির গুরুত্বপূর্ণ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে ওই জেলার জন্য। সামনে ২০২৪-এর লোকসভা নির্বাচন। তার আগে মমতা কোন ভোকাল টনিক দেন আজ, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
পাশাপাশি মুর্শিদাবাদ জেলা নিয়ে বসা বৈঠক থেকে আবারও সংগঠনে সক্রিয় ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংহতিযাত্রায় সোমবার গুরুত্বপূর্ণ ভূমিকাতেই দেখা গিয়েছে তাঁকে। সুতরাং আজকের বৈঠকে অভিষেক কোন বার্তা দেন, সেটাও খুব তাৎপর্যপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আজকের বৈঠকে থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।





