Viswa-Bharati University: এখনই পর্যটকদের জন্য খুলছে না দরজা! ২৪ ঘণ্টার মধ্যে কেন সিদ্ধান্ত বদল বিশ্বভারতীর?

Viswa-Bharati University: আগে বিশ্বভারতীর ক্যাম্পাস ঘুরে দেখতে পারতেন পর্যটকরা। দুপুর ২ টোর পর থেকে আশ্রম ঘুরতে পারতেন। কিন্তু, করোনাকালে তাতে কোপ পড়ে। আশ্রম প্রাঙ্গন পর্যটকদের জন্য পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায়৷ যদিও কোভিড শঙ্কা কাটলেও নিষেধাজ্ঞা আর ওঠেনি।

Viswa-Bharati University: এখনই পর্যটকদের জন্য খুলছে না দরজা! ২৪ ঘণ্টার মধ্যে কেন সিদ্ধান্ত বদল বিশ্বভারতীর?
বাড়ছে চাপানউতোর Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 22, 2025 | 2:13 PM

বোলপুর: ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল। পর্যটকদের জন্য এখনই খুলছে না ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ শান্তিনিকেতনের দরজা। বিশ্বভারতীর উপাচার্যের ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত বদল। বিজ্ঞপ্তিও জারি করল কর্তৃপক্ষ। ঠিক হয়েছে যদি কেউ আশ্রম এলাকা ঘুরে দেখতে টান তাহলে সপ্তাহ দুয়েক আগে বিশ্বভারতীর আধিকারিককে ইমেল মারফত আবেদন করতে হবে। অনুমতি পেলে তবেই মিলবে প্রবেশাধিকার। এবার এই সিদ্ধান্ত ঘিরেই তৈরি হয়েছে নতুন চর্চা। 

আগে বিশ্বভারতীর ক্যাম্পাস ঘুরে দেখতে পারতেন পর্যটকরা। দুপুর ২ টোর পর থেকে আশ্রম ঘুরতে পারতেন। কিন্তু, করোনাকালে তাতে কোপ পড়ে। আশ্রম প্রাঙ্গন পর্যটকদের জন্য পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায়৷ যদিও কোভিড শঙ্কা কাটলেও নিষেধাজ্ঞা আর ওঠেনি। এরইমধ্যে গত ২১ মার্চ বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে ‘ওয়ার্ল্ড হেরিটেজ ও টুরিজম’ শীর্ষক একটি আন্তর্জাতিক আলোচনা সভা বসে। সেখানে যোগ দিয়েছিলেন বিশ্বভারতীর নতুন স্থায়ী উপাচার্য প্রবীর কুমার ঘোষ। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে হেরিটেজ প্রাঙ্গন৷ ৫ বছর পর ফের প্রবেশাধিকার মেলায় মুখে হাসি ফুটেছিল পর্যটকদের। কিন্তু, উপাচার্যের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে এসে গেল নতুন বিজ্ঞপ্তি। 

এদিন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক জানিয়ে দেন, এখনই পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে না আশ্রম প্রাঙ্গন৷ বিশ্বভারতী বলছে, আশ্রম প্রাঙ্গন পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। তবে তা পর্যাপ্ত পরিকল্পনা, পরিকাঠামো ও নিয়ম তৈরি করার পরেই।