Visva Bharati University: বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সরেন

হিমাদ্রী মণ্ডল | Edited By: সায়নী জোয়ারদার

Aug 31, 2024 | 9:33 PM

Visva Bharati University: বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্য়ালয়। রাজ্য, দেশের গণ্ডী ছাড়িয়ে বিশ্বজোড়া তার খ্যাতি। সারা বিশ্বের বিভিন্ন কোণায় ছড়িয়ে রয়েছেন এখানকার প্রাক্তনীরা। ২০১৮ সালে বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হয়েছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। পাঁচ বছরের সময়কালে এই রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী নিয়ে রাজ্য-কেন্দ্র সংঘাত চরমে পৌঁছে ছিল।

Visva Bharati University: বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সরেন
বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সরেন।
Image Credit source: TV9 Bangla

Follow Us

বীরভূম: বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হলেন বিনয়কুমার সরেন। বিশ্বভারতীর ইতিহাসে এই প্রথম আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি উপাচার্যের পদে বসলেন। ২০২৩ সালে ৮ নভেম্বর স্থায়ী উপাচার্য হিসাবে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হয়। এরপর দু’জন ভারপ্রাপ্ত উপাচার্য পদে বসেন। এবার নতুন ভারপ্রাপ্ত উপাচার্য পেল বিশ্বভারতী। এই নিয়ে পর পর মোট তিনজন ভারপ্রাপ্ত উপাচার্য পেল এই বিশ্ববিদ্য়ালয়।

বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্য়ালয়। রাজ্য, দেশের গণ্ডী ছাড়িয়ে বিশ্বজোড়া তার খ্যাতি। সারা বিশ্বের বিভিন্ন কোণায় ছড়িয়ে রয়েছেন এখানকার প্রাক্তনীরা। ২০১৮ সালে বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হয়েছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। পাঁচ বছরের সময়কালে এই রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী নিয়ে রাজ্য-কেন্দ্র সংঘাত চরমে পৌঁছে ছিল।

২০২৩ সালের ৮ নভেম্বর বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হয়। বিশ্বভারতীর নিজস্ব সংবিধানের ৩ (৬) ধারা অনুযায়ী ভারপ্রাপ্ত উপাচার্য হয়েছিলেন সঞ্জয়কুমার মল্লিক।

গত ২৯ মে তাঁর অধ্যক্ষের মেয়াদ শেষ হয়ে যায়। ফের বিশ্বভারতীর নিজস্ব সংবিধান অনুযায়ী বর্ষীয়ান কর্মসমিতির সদস্য পল্লিসংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল ভারপ্রাপ্ত উপাচার্য হন। এবার তাঁরও অধ্যক্ষের মেয়াদ শেষ।

সেই পদে বসলেন পল্লী-শিক্ষাভবনের অধ্যক্ষ অধ্যাপক বিনয়কুমার সরেন। এই মুহুর্তে তিনিই বিশ্বভারতীর কর্মসমিতির বর্ষীয়ান সদস্য। তাই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সংবিধান অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত উপাচার্য হলেন। এই মর্মে ইতিমধ্যেই নোটিস জারি করেছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো। ২০২৩ সালের ৮ নভেম্বর থেকে ২০২৪-এর সেপ্টেম্বর হতে চলল। বিশ্বভারতী স্থায়ী উপাচার্য কবে পাবে, সে প্রশ্ন ঘোরাফেরা করছেই।

Next Article