Visva bharati university Student Missing: বিশ্বভারতী থেকে নিখোঁজ বিদেশী পড়ুয়া

হিমাদ্রী মণ্ডল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 22, 2023 | 1:31 PM

visva bharati university Student Missing: সূত্রের খবর, নিখোঁজ হওয়া যুবকের নাম পান্নাকারা থাই। তিনি প্রায় দশ বছর ধরে শান্তিনিকেতনে রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ একটি গাড়ি থেকে কয়েকজন লোকজন নামেন। তাঁরাই এসে ওকে তুলে নিয়ে যায়।

Visva bharati university Student Missing: বিশ্বভারতী থেকে নিখোঁজ বিদেশী পড়ুয়া
পান্নাকারা থাই, নিখোঁজ পড়ুয়া
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বীরভূম: শান্তিনিকেতন থেকে নিখোঁজ বিশ্বভারতীর পড়ুয়া। জানা গিয়েছে তিনি মায়ানমারের বাসিন্দা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি দর্শন বিভাগে সংস্কৃত ভাষা নিয়ে পড়াশোনা করছিলেন। কিন্তু আচমকা তাঁর নিখোঁজ হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, নিখোঁজ হওয়া যুবকের নাম পান্নাকারা থাই। তিনি প্রায় দশ বছর ধরে শান্তিনিকেতনে রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ একটি গাড়ি থেকে কয়েকজন নামেন। এরপর তাঁরা এলাকায় পান্নাকারার খোঁজ করতে শুরু করেন। পরে তাঁর খোঁজ পেলে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়।

ইতিমধ্যেই ওই যুবকের পরিবারের তরফ থকে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এটি অপরহরণ নাকি অন্যকিছু তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। এলাকার এক মহিলা জানালেন, “কয়েকজন এসে বলল ওই ছেলেটি নাকি একটা মেয়েকে নিয়ে পালিয়ে এসেছে। প্রায় দশ বারোজন এসেছিল। কোথা থেকে এসেছে কারা তারা চিনি না। তারপর আমার ঘরে ঢুকে রয়েছে। তারপর পাশের কোন বাড়ি আছে সেখান থেকে একটা ছেলেকে তুলে নিয়ে গিয়েছে।”

 

 

Next Article