দুবরাজপুরের বিজেপি কর্মীকে খুন করেছে দলেরই বুথ সভাপতি! বিস্ফোরক অনুব্রত

মৃত বিজেপি কর্মীর স্ত্রীয়ের দাবি ঘিরে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। এবার অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) অভিযোগ করলেন, এই খুন করেছে বিজেপির বুথ সভাপতি।

দুবরাজপুরের বিজেপি কর্মীকে খুন করেছে দলেরই বুথ সভাপতি! বিস্ফোরক অনুব্রত
ফের ভবিষ্যদ্বাণী অনুব্রতের, ফাইল ছবি

| Edited By: ঋদ্ধীশ দত্ত

Apr 06, 2021 | 11:13 PM

বীরভূম: তৃতীয় দফা ভোটের দিন (Third Phase Election) দুবরাজপুরে (Dubrajpur) বিজেপি কর্মীর খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। মঙ্গলবার সিউড়ির সভা থেকে এ নিয়ে তৃণমূলের (TMC)-র বিরুদ্ধে তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। তবে এদিনই নানুরের সভা থেকে বিজেপি কর্মীকে খুনের ঘটনায় গেরুয়া শিবিরের দিকেই আঙুল তুললেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। আরও স্পষ্ট করে তিনি বলে দিলেন, এই খুন করেছে বিজেপির বুথ সভাপতি।

এদিন দুবরাজপুরের লোবা গ্রামের বাসিন্দা প্রতিহার ডোমের মৃত্যু নিয়ে শোরগোল শুরু হয়েছে বীরভূমে। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত ছিলেন তিনি। আর এদিনই নানুরের একটি জনসভা অনুব্রত দাবি করেন, বিজেপির বুথ সভাপতি তাদের কর্মীকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। এদিকে প্রতিহারের খুনের প্রতিবাদে বিজেপি কর্মী ও পুলিশের সংঘর্ষে যখন উত্তপ্ত হয়ে উঠেছে দুবরাজপুর। তখন মৃতের স্ত্রীয়ের দাবি ঘিরে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। তাঁর দাবি, স্বামীকে খুন করেছে স্থানীয় বিজেপি বুথ সভাপতি দুলাল ডোম।

মৃতের স্ত্রীয়ের দাবি, সোমবার বিজেপির একটি বৈঠক হয়। সেখানে তাঁর স্বামীকে দল থেকে বের করে দেওয়ার হুমকি দেন ওই বুথ সভাপতি। তার পর রাতের দিকে তাঁর স্বামীকে ডেকে পাঠানো হয়। এর পর এদিন সকালে মাঠে পাওয়া যায় প্রতিহার ডোমের মৃতদেহ উদ্ধার হয়। এই প্রেক্ষিতে সিউড়ির সভা থেকে অনুব্রতও দাবি করেছেন তৃণমূল এই মৃত্যুর ঘটনায় কোনওভাবে জড়িত নয়।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 3: বিজেপি বুথ সভাপতির মেয়েকে লক্ষ্য করে ‘গুলি’

এছাড়া এদিন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার এনকাউন্টার বক্তব্য নিয়েও কটাক্ষ শানান অনুব্রত। বলেন, ‘পাগল-ছাগল লোক তাছাড়া কি একথা বলতে পারে।’ একই সঙ্গে আবার এদিন সকালে নানুরের সিঙ্গি গ্রামে তৃণমূল কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় অনুব্রতর মন্তব্য, ‘তৃণমূল কর্মীরা ঠিক খেলে দেবে।’ এদিন আবার হাত জোড় করে মানুষের কাছে মমতা ব্যানার্জীর জন্য ভোটভিক্ষা করতে দেখা যায় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে।