‘সেদিন দিদির হেলিকপ্টারে ঘুরতে খুব মজা লেগেছিল, কী ওষুধ দিতে হবে জানি’

সৈকত দাস |

Mar 22, 2021 | 9:38 PM

"কাকে কী বলতে হবে সেটাও জানি, কী ঔষুধ দিতে হবে সেটাও জানি। দিদির হেলিকপ্টারে ঘুরতে তো মজা লেগেছিল।'' কাকে এমন আক্রমণ শানালেন অনুব্রত

সেদিন দিদির হেলিকপ্টারে ঘুরতে খুব মজা লেগেছিল, কী ওষুধ দিতে হবে জানি’
গ্রাফিক্স: অভীক দেবনাথ

Follow Us

বীরভূম: “কাকে কী বলতে হবে সেটাও জানি, কী ঔষুধ দিতে হবে সেটাও জানি। দিদির হেলিকপ্টারে ঘুরতে তো মজা লেগেছিল।” সোমবার এভাবেই বীরভূমের সিউড়ির বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সাংবাদিক জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chatterjee) কে আক্রমণ শানালেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তাঁর কথায়, “দিদির হেলিকপ্টারে ঘুরতে খুব মজা লেগেছিল (পড়ুন জগন্নাথবাবুর)।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার প্রকাশিত বিজেপি প্রার্থী তালিকায় বড় চমকের নাম সাংবাদিক জগন্নাথ চট্টোপাধ্যায়। সাংবাদিক মহলে অত্যন্ত পরিচিত নাম জগন্নাথ চ্যাটার্জির জন্ম এবং বড় হয়ে ওঠা সিউড়ি শহরে। সেই সিউড়ি শহরের হৃত গৌরব ফেরাতে সাংবাদিকতা ছেড়ে রাজনীতির ময়দানে পা রেখেছেন বলে জানিয়েছিলেন তিনি। সিউড়ি সত্যানন্দ রামকৃষ্ণ বিদ্যাপীঠ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে সিউড়ি বিদ্যাসাগর কলেজে থেকে ফিজিক্স নিয়ে গ্র্যাজুয়েশন করেন। এর পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা নিয়ে স্নাতকোত্তর করে সাংবাদিক হিসেবে তিনি কাজ করেছেন একাধিক বাংলা সংবাদমাধ্যমে। তবে অনুব্রতবাবুর মতে, এই প্রাক্তন সাংবাদিকও ‘বহিরাগত’।

এদিন বীরভূমের বোলপুর দলীয় কার্যালয়ে একটি বৈঠক ডাকে তৃণমূল নেতৃত্ব। সেখানে এদিন টিকিট না পেয়ে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন লাভপুরের বিজেপি নেতা সুশীল ভট্টাচার্য। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন অনুব্রত নিজে। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে, বিজেপির ইস্তাহারের সমালোচনা করে অনুব্রত বলেন, “এরা মিথ্যাবাদীর দল। অসম, বিহার কোথাও তারা কোনও কাজ করেনি। এখন এখানে বড় বড় কথা বলছে।” এরপরেই অনুব্রতর নিশানায় পড়েন সিউড়ির বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সাংবাদিক জগন্নাথ চট্টোপাধ্যায়।

জগন্নাথবাবু অভিযোগ করেছিলেন, বীরভূমে সিউড়ি ব্রাত্য থেকে গিয়েছে। কোনও কিছুই পায়নি সিউড়ি। উন্নয়ন হয়েছে কেবল বোলপুরে। এ নিয়ে অনুব্রতর কটাক্ষ, “সিউড়ির প্রার্থী শুধুমাত্র একাদশীতে আসতেন মা-কে প্রনাম করতে। বাকি সারাটা জীবন কলকাতায় কাটিয়েছেন। সিউড়ির মানুষ আমাদেরকেই পাবেন।” এখানে না থেমে সিউড়ির বিজেপি প্রার্থীকে নিশানা করে তিনি আরও বলেন, “দিদির সঙ্গে হেলিকপ্টারে ঘুরেছে, তখন ভালো লেগেছিল। আমি জানি ঠিক সময়ে কী বলতে হবে আর কী ওষুধ দিতে হবে।”

আরও পড়ুন: ভোটের আগে টাকা বিলি করছে তৃণমূল, অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ বিজেপি

এদিকে অনুব্রতর আক্রমণের প্রেক্ষিতে তাঁকে পাল্টা কটাক্ষ করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়ও। তাঁর প্রতিক্রিয়া, “সাংবাদিক হিসেবে পেশাগত কারণে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)-র সঙ্গে হেলিকপ্টারে যাত্রা করতে হয়েছে। কিন্তু উনি (পড়ুন অনুব্রত মণ্ডল) দলের নেতা হয়েও সে সুযোগ পাননি। ওনার প্রতি আমার সহমর্মিতা থাকল।”

Next Article