Bibhash Adhikari: ‘মদ খাইয়ে মাতাল করে জমি লিখিয়ে নিয়েছিল’, বিভাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Birbhum: জমি জবরদখল নিয়ে অভিযোগ জানাতে কেউ কেউ থানাতেও গিয়েছিলেন। তবে কাজ হয়নি বলেই দাবি এলাকার লোকজনের।

Bibhash Adhikari: 'মদ খাইয়ে মাতাল করে জমি লিখিয়ে নিয়েছিল', বিভাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
বিভাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ গ্রামবাসীদের
Follow Us:
| Edited By: | Updated on: Apr 15, 2023 | 1:45 PM

বীরভূম: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় বিভাস অধিকারীর (Bibhash Adhikari) কলকাতার ফ্ল্যাট সিল করে দিয়েছে সিবিআই। বৈশাখের পয়লা সকালে বিভাসের নলহাটির বাড়ি, আশ্রমেও চলছে সিবিআই তল্লাশি। শুধু নিয়োগ দুর্নীতিতেই বিভাস অভিযুক্ত নন, অভিযোগ রয়েছে আরও। জোর করে জমি লিখিয়ে নেওয়া, আশ্রমের আড়ালে কুকীর্তি চালানো বাদ নেই কিছুই। বীরভূমের হরিপুরের বাসিন্দারা জানান, সেখানেও একটি আশ্রম তৈরি করছেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারী। অভিযোগ, লোকজনকে মদ খাইয়ে মাতাল করে সেই আশ্রমের জন্য জমি লিখিয়ে নিয়েছেন বিভাস।

বক্রেশ্বরের কাছে হরিপুরে প্রায় হাজার বিঘা জমি ঘিরে তৈরি হচ্ছে পেল্লাই আশ্রম। সেখানেই জমি জবরদখলের অভিযোগ রয়েছে এই বিভাস অধিকারীর বিরুদ্ধে। হরিপুরের রাস্তা থেকে দেখা যায় দুধ সাদা এক নির্মাণ। বিভাস অধিকারীর আশ্রম সেটি। সেখানে কাজ চলছে। এই আশ্রম ঘিরে একের পর এক অভিযোগ। স্থানীয় এক মহিলা জানান, ‘মদ খাইয়ে মাতাল করে সই করিয়ে নিয়েছে’। আরেক মহিলা বলেন, “৫ বিঘা জমির মধ্যে আড়াই তিন বিঘা বিক্রি করার কথা ছিল। ওরা ৫ বিঘাই নিয়ে নিয়েছে।”

জমি জবরদখল নিয়ে অভিযোগ জানাতে কেউ কেউ থানাতেও গিয়েছিলেন। তবে কাজ হয়নি বলেই দাবি এলাকার লোকজনের। এক ব্যক্তি জানান, “কিছুদিনের জন্য অ্যাকশন নিয়েছিল। পরে টাকা দিয়ে আবার কাজ শুরু করে দিল।” বিডিও, পঞ্চায়েতের কাছে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ।

সিবিআই তদন্তে উঠে এসেছে আরও তথ্য। চাকরি দেওয়ার নামে যাদের কাছ থেকে বিভাস টাকা নিতেন, তাঁদের বলতেন আশ্রমের জন্য জমি কিনে দান করতে হবে। বিজেপির অভিযোগ, চাকরিপ্রার্থীদের এখানে বলা হতো জমি কিনে দান করতে হবে। তবে সে চাকরি পাবে বলে অভিযোগ।

বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “আশেপাশের গ্রামে গিয়ে দেখুন, আদিবাসী মানুষের জমি, বর্গাদারদের জমি নেওয়া হয়েছে। তারাও এবার মুখ খুলছে। আমার ধারণা আর কিছুদিন পর থেকে ওই জমি দখল হওয়া শুরু হবে।”

তবে বীরভূমের তৃণমূল নেতা মলয় মুখোপাধ্যায় বিভাসের নাম না করলেও ঘুরিয়ে বলেছেন, “মানুষের ধর্মের প্রতি একটা দুর্বলতা থাকে। সেটাকে সামনে রেখে অনেকে অনেক কিছু করতে চেষ্টা করছে। নিশ্চয়ই তদন্ত হবে। প্রমাণ সাক্ষ্য থাকলে ব্যবস্থাও নেওয়া হবে।” তবে বিভাস যে নিজেকে ‘কেউটের বাচ্চা’ বলে দাবি করেন। এক ডাকে ৫ লক্ষ লোকও জমা করার ক্ষমতা রাখেন বলে দাবি করেন। সেই বিভাসের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে, তা নিয়ে গ্রামের লোকজন সন্দিহান। যদিও শনিবার সকাল থেকে যেভাবে সিবিআই তেড়েফুঁড়ে নেমেছে, তাতে এবার অনেক পর্দাই ফাঁস হতে পারে, ভরসা পাচ্ছেন হরিপুরের লোকজন।