Deucha-Pachami: দেউচা পাচামির আরও ১১ জন জমিদাতাকে চাকরি দিল রাজ্য

হিমাদ্রী মণ্ডল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 22, 2023 | 3:18 PM

Deucha-Pachami: প্রতিমা সাহা নামে এক চাকরি প্রাপক বলেন, "জেলা শাসক আমাদের চাকরির নিয়োগ পত্র হাতে তুলে দিয়েছেন। গ্রুপ ডি পদে চাকরি পেয়েছি।" আরও এক চাকরি প্রাপক শুভদীপ অরিন্দম বলেন, "আমি চাটার্ড অ্যাকাউন্ট পড়ছিলাম। সেই পড়তে-পড়তেই চাকরি পেলাম। অনেক দিন পর চাকরি পেলেও খুবই খুশি হয়েছি।"

Deucha-Pachami: দেউচা পাচামির আরও ১১ জন জমিদাতাকে চাকরি দিল রাজ্য
নিয়োগ দিল রাজ্য
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বীরভূম: দেউচা পাচামি (Deucha Pachami) কয়লা খনি প্রকল্পে এগারো জন জমিদাতাকে নিয়োগপত্র তুলে দিল রাজ্য সরকার। মূলত, চতুর্থ শ্রেণির কর্মী হিসাবে এদের হাতে নিয়োগ পত্র তুলে দিলেন বীরভূম জেলাশাসক বিধান রায়। এই নিয়ে মোট ১ হাজার ৮৮ জন নিয়োগ পত্র তুলে দেওয়া হল। বৃহস্পতিবার যাঁরা নিয়োগপত্র পেলেন, সকলেই জমিদাতাদের মনোনীত চাকরিপ্রার্থী। কারও মেয়ে, কারও স্ত্রী, কারও ছেলে বা অন্য কেউ।

প্রতিমা সাহা নামে এক চাকরি প্রাপক বলেন, “জেলা শাসক আমাদের চাকরির নিয়োগ পত্র হাতে তুলে দিয়েছেন। গ্রুপ ডি পদে চাকরি পেয়েছি।” আরও এক চাকরি প্রাপক শুভদীপ অরিন্দম বলেন, “আমি চাটার্ড অ্যাকাউন্ট পড়ছিলাম। সেই পড়তে-পড়তেই চাকরি পেলাম। অনেক দিন পর চাকরি পেলেও খুবই খুশি হয়েছি।” জেলা শাসক বিধান রায় বলেন, “এই প্রকল্পের জন প্রচুর মানুষ নিজেদের বিঘার পর বিঘা জমি দান করেছেন। প্রথমে জুনিয়র কন্সস্টেবল পদে চাকরি পেয়েছেন অনেক মানুষ। পরবর্তীতে গ্রুপ ডি পদে চাকরি নিয়োগ করা হয়।”

এর আগে এই প্রকল্পের অধীনে প্রায় শতাধিক জমিদাতা নিয়োগপত্র নিয়ে গিয়েছেন। ইতিমধ্যেই ৬০০ জনের মতো জুনিয়র কনস্টেবল পদে যোগ দিয়েছেন। অন্যদিকে যাঁরা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণির বেশি পড়তে পারেননি, তাঁদের চতুর্থ শ্রেণির কর্মী অর্থাৎ গ্রুপ ডি পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Next Article