বোলপুর: ভোটের শেষ দফায় নজর থাকছে বীরভূমে। ভোট আবহে একাধিক অশান্তির খবর এসেছে এই জেলা থেকে। নজরবন্দি করা হয়েছে জেলার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। কিন্তু ভোটের আগের রাতেও উত্তাপ প্রশমিত হয়নি।রাতে চলেছে বোমাবাজি। এছাড়া বিজেপির বুথ ক্যাম্পে চলেছে ভাঙচুর। ভোট শুরু হওয়ার পর বিজেপি এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগও সামনে এসেছে।
নানুর বিধানসভার অন্তর্গত বেজরা গ্রামে ১১২ নম্বর বুথের তৃণমূলের এজেন্ট দেবদাস সরকারের বাড়িতে চড়াও হয়ে সিসিটিভি ক্যামেরায় ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বিজেপির বিরুদ্ধে হুমকির অভিযোগও জানিয়েছেন তিনি। গ্রামে বোমাবাজি হয়েছে বলেও অভিযোগ। রাত থেকে তাজা বোমা পড়ে আছে এলাকায়। তৃণমূলের ফেস্টুন-ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ জানিয়েছন। সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের দিকেই দায় ঠেলে দিয়েছে বিজেপি।
এ দিকে, বোলপুর বিধানসভার বোলপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডে বিজেপি বুথ ক্যাম্প ভাঙচুরে ছড়াল উত্তেজনা। নির্বাচন শুরুর আগেই নির্বাচনের বিজেপির বুথ ক্যাম্প ভাঙচুর করে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে তৃনমূলে বিরুদ্ধে। বিজেপির পতাকা ফেস্টুনও ছিঁড়ে ফেলায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
ভোটের সব আপডেট এই লিংকে: West Bengal Election 2021 Phase 8 Voting LIVE
বৃহস্পতবার অষ্টম দফার ভোট শুরু হওয়ার পর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ জানিয়েছে বিজেপি। বীরভূমের দুবরাজপুর বিধানসভার নোয়াপাড়া ৫৯ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃনমূলের বিরুদ্ধে।।