West Bengal Election 2021 Phase 8: ভোটকেন্দ্র থেকে সামান্য দূরেই বস্তা বস্তা বোমা! বড় নাশকতার ছক বলছে বিজেপি

Apr 29, 2021 | 2:59 PM

West Bengal Election 2021 Phase 8: এদিন ভোটকে ঘিরে দফায় দফায় গোলমালের অভিযোগ ওঠে বীরভূমের একাধিক বিধানসভা কেন্দ্রে।

West Bengal Election 2021 Phase 8: ভোটকেন্দ্র থেকে সামান্য দূরেই বস্তা বস্তা বোমা! বড় নাশকতার ছক বলছে বিজেপি
নিজস্ব চিত্র।

Follow Us

বীরভূম: একদিকে যখন ভোট (West Bengal Election 2021) চলছে, তখন ভোটকেন্দ্রের ২০০ থেকে ৩০০ মিটারের মধ্যে খামারবাড়ির বাঁশ বাগান থেকে উদ্ধার হল তিন বস্তা সকেট বোমা। বৃহস্পতিবার অষ্টম দফার ভোট চলাকালীন দুবরাজপুর বিধানসভার কাঁকরতলা থানার কদমডাঙা গ্রামের এক খামারবাড়ি থেকে বোমাগুলি উদ্ধার হয়।

গোপনসূত্রে খবর পেয়ে বুথ সংলগ্ন খামারবাড়ির বাঁশ বাগানে বোমাগুলি উদ্ধার করে পুলিশ। গ্রামবাসীদের বিপদ এড়াতে পুলিশ ও আধাসামারিক বাহিনী জায়গাটি ঘিরে ফেলে। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডে। পুলিশের দাবি, বোমাগুলি অত্যন্ত শক্তিশালী। বিজেপির অভিযোগ, ভোটের দিন বুথ লুঠের জন্য নাশকতা চালাতেই এই বোমা মজুত করা হয়েছিল। তা তৃণমূলের দুষ্কৃতীরা করেছে বলেই অভিযোগ পদ্মশিবিরের। এদিন ৪০টি সকেট বোমা ও চার কেজি বোমার মশলা উদ্ধার হয়।

আরও পড়ুন: হঠাৎ কী এমন ঘটল! ভোটের সকালে হন্তদন্ত হয়ে অনুব্রতের বাড়িতে ডাক্তার-নার্স

এদিন ভোটকে ঘিরে দফায় দফায় গোলমালের অভিযোগ ওঠে বীরভূমের একাধিক বিধানসভা কেন্দ্রে। অধিকাংশ ক্ষেত্রেই বিজেপি অভিযোগ তোলে, তাঁদের পথ আটকানো হচ্ছে। কর্মীদের মারধর করা হচ্ছে। এরইমধ্যে দুবরাজপুরে ভোট চলাকালীন বিপুল পরিমাণে বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়ায়।

আরও পড়ুন: ভোট চলছে, এদিকে দলবল নিয়ে তারাপীঠে আরাধনায় ‘মগ্ন’ সিআরপিএফ আইজি

Next Article