West Bengal Election 2021 Phase 8: ভোট চলছে, এদিকে দলবল নিয়ে তারাপীঠে আরাধনায় ‘মগ্ন’ সিআরপিএফ আইজি

West Bengal Election 2021 Phase 8: যদিও এই প্রথমবার নয়। এর আগেও ভোটের ডিউটিতে এসে জওয়ানদের ঘুরে বেড়ানোর নমুনা দেখা গিয়েছে বাংলায়।

West Bengal Election 2021 Phase 8: ভোট চলছে, এদিকে দলবল নিয়ে তারাপীঠে আরাধনায় 'মগ্ন' সিআরপিএফ আইজি
নিজস্ব চিত্র।
Follow Us:
| Updated on: Apr 29, 2021 | 2:27 PM

বীরভূম: তারাপীঠে সতীর্থদের নিয়ে পুজো দিতে গিয়ে বিপাকে সিআরপিএফের (CRPF) আইজি। কর্তব্যরত অবস্থায় কী ভাবে তিনি পুজো দিতে গেলেন তা জানতে চেয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার অষ্টম দফার ভোটে এই ঘটনা। সিআরপিএফের ওই আইজির নাম এসকে মোহান্তি।

এদিন ভোট চলছে বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্রে। একদিকে যখন ভোটগ্রহণ চলছে, তখন কর্তব্যরত অবস্থায় সিআরপিএফের আইজি কী ভাবে পুজো দিতে গেলেন সে প্রশ্ন উঠেছে। শুধু তিনি একাই নন, কর্তব্যরত একাধিক জওয়ানকে তাঁর সঙ্গে এদিন মন্দিরে দেখা যায়। প্রায় ঘণ্টাখানেক মন্দিরে ছিলেন তাঁরা।

আরও পড়ুন: হঠাৎ কী এমন ঘটল! ভোটের সকালে হন্তদন্ত হয়ে অনুব্রতের বাড়িতে ডাক্তার-নার্স

যদিও এই প্রথমবার নয়। এর আগে ২০১৬ সালেও বিধানসভা ভোট চলাকালীন দেখা গিয়েছিল, কর্তব্যরত বহু সিআরপিএফ জওয়ান হাজারিবাগে ঘুরছেন। যা নিয়ে হইচই পড়ে যায়। রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট করাতে আসেন যাঁরা, তাঁরা কী ভাবে ভোট চলাকালীন এদিক ওদিক ঘুরে বেড়ান তা নিয়ে প্রশ্ন ওঠে। এবারও একই ঘটনা। তবে একজন আইজি কী ভাবে এটা ঘটালেন তা নজরে কমিশনের।