বীরভূম: ভোটের (West Bengal elections 2021) নানুরে ফের উত্তেজনা। বৃহস্পতিবার অষ্টম দফার ভোট চলাকালীন বিজেপির দুই পোলিং এজেন্টকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। জাতীয় সড়ক থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় তাঁদের। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজন তুলে নিয়ে গিয়েছিল তাঁদের। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
নানুর বিধানসভা কেন্দ্রের দাসকল গ্রাম। সেখানকার ১৬৬ ও ১৬৭ নম্বর বুথ। এই দুই বুথেরই দায়িত্বে ছিলেন কীর্ণাহারের দুই যুবক। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বুথের বাইরে বেরিয়েছিলেন তাঁরা। প্রায় ৩০ মিনিট কেটে গেলেও ফেরেননি। এরপরই খবর ছড়ায়। হইচই শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছয় বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহা। দেখা যায় জাতীয় সড়কের ধারে পড়ে রয়েছেন দু’জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে এরপর এই বুথের বাকি এজেন্টও প্রত্যাহার করে নেন তারকেশ্বর। বিজেপি প্রার্থীর দাবি, নিরাপত্তার অভাবে এই সিদ্ধান্ত নিতে হল। না হলে বাকি দু’জনকেও মারধর করা হতে পারে। কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও উষ্মা প্রকাশ করেন তারকেশ্বর সাহা।
আরও পড়ুন: হঠাৎ কী এমন ঘটল! ভোটের সকালে হন্তদন্ত হয়ে অনুব্রতের বাড়িতে ডাক্তার-নার্স
প্রশ্ন উঠছে, প্রকাশ্য দিবালোকে এভাবে দু’জন বুথচত্বর থেকে উধাও হয়ে গেল অথচ বুথের কেউ কিছু জানতেই পারল না? নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ এই বুথের ভিতর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। তা ছাড়া যেখান থেকে দুই বিজেপি বুথ কর্মীকে পাওয়া গিয়েছে বুথ থেকে সেই জাতীয় সড়কের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। অর্থাৎ একাধিক লোকজন না থাকলে অত দূর অবধি দু’জনকে টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাছাড়া দীর্ঘ সময়ের জন্য দু’জন পোলিং এজেন্ট উধাও হয়ে গেলেন, প্রিসাইডিং অফিসার কী করছিলেন তা নিয়েও প্রশ্ন উঠছে।