West Bengal Panchayat Election Result: মমতার মামার বাড়ির গ্রামেই বড় জয় পেল বিজেপি

Panchayat Election 2023 Result: তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে বীরভূমে গিয়ে এই গ্রামে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal Panchayat Election Result: মমতার মামার বাড়ির গ্রামেই বড় জয় পেল বিজেপি
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Jul 11, 2023 | 1:42 PM

বীরভূম: মুখ্যমন্ত্রীর মামার বাড়ির গ্রাম। সেই গ্রামে একাধিক আসনে জয় পেল বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি রামপুরহাট-১ ব্লকের কুসুম্বা গ্রামে। সেখানকার তিনটি আসনের মধ্যে ২টি আসনে জয়লাভ করেন বিজেপির দুই প্রার্থী। একটিতে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী। এই পঞ্চায়েতের ৩১ নম্বর বুথে ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায়ের পরিবার। এখানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অর্চনা হাজরা। হেরেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাথী লেট। অন্যদিকে এই গ্রামে ৩২ নম্বর বুথেও জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী গঙ্গাধর হাজরা। এখানে ঘাসফুলের প্রার্থী ছিলেন গৌতম লেট। পদ্মপ্রার্থীর কাছে হেরে যান তিনিও। তবে ২৯ নম্বর আসনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আদিত্য দত্ত।

রামপুরহাটের কুসুম্বার কথা বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে এসেছে। তাঁর মামারবাড়ির গ্রাম। এই গ্রামকে ঘিরে মুখ্যমন্ত্রীর গলায় শৈশবের স্মৃতিকথা শোনা গিয়েছে বহুবার। এ গ্রাম তিনি হাতের তালুর মতো চেনেন। সম্প্রতি তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে রামপুরহাটে এসে কুসুম্বায় গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

তবে তৃণমূল সুপ্রিমোর শৈশবের স্মৃতির সঙ্গে আষ্টেস্পৃষ্টে এ গ্রাম জড়িয়ে থাকলেও গত লোকসভা ও বিধানসভা ভোটে তৃণমূলকে মোটেই আশার আলো দেখায়নি এ গ্রাম। রামপুরহাটে বিধানসভায় তৃণমূলের জয় এলেও কুসুম্বা পঞ্চায়েতে জেতে বিজেপি। লোকসভা ভোটেও শতাব্দী রায় জিতেছিলেন, তবে কুসুম্বায় জয় পায় গেরুয়া শিবিরই। পঞ্চায়েত ভোটে সে হাওয়া কিছুটা হলেও অব্যাহত।

পঞ্চায়েত ভোটের সমস্ত খবরের LIVE UPDATE পেতে ক্লিক করুন এই লিঙ্কে