বোলপুর: রান্না ঘরে তখন রুটি তৈরিতে ব্যস্ত মহিলা। রাত হচ্ছে। সেই কারণে খাবার প্রস্তুতের তোড়জোড় ছিল। আচমকা চুপি-চুপি ঘরে ঢুকেছিল একদল দুষ্কৃতী। তারপর ধীরে ধীরে রান্নাঘরে ঢুকে খুলে দেয় গ্যাসের নব। মুখ চেপে ধরে মহিলার ছেলের। আর তারপরই শুরু হয়ে যায় অকথ্য অত্যাচার। বাধ্য হয়ে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
কিন্তু কেন এমন ঘটনা?
নির্যাতিতার মহিলার নাম মোহিনী সাহানি। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তরনারায়ণপুরে। মহিলার অভিযোগ, সোমবার সন্ধে সাতটা নাগাদ মোহিনীদেবী ঘরে রুটি করছিলেন। সেই সময় জনা ছ’জন যুবক তাঁর বাড়িতে প্রবেশ করে। এরপর তাঁকে মারধর করে। প্রাণে মেরে ফেলার চেষ্টা করে।
মহিলার দাবি, অভিযুক্তরা হাতে মদের বোতল নিয়ে তাঁর মাথায় আঘাত করে। কোদালের বাট দিয়ে মারা হয়। মাথা ঠুকে দেওয়া হয় দেওয়ালে। তারপর তিনি অজ্ঞান হয়ে পড়ে থাকেন। এরপর প্রতিবেশীরা এসে উদ্ধার করে নিয়ে যায় তাঁকে।
প্রসঙ্গত, নভেম্বরে মোহনী সাহানি তাঁর বাপের বাড়ি যান। সেখানে তাঁর মাকে তাঁর বাবার বাড়ির লোকজনরা মারধর করছিলেন বলে দাবি করেন মোহিনী সোহানি। মা-কে মারধরের ভিডিয়ো করেন তিনি।এরপর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। আর সেই মামলার প্রমাণ লোপাট করার জন্যই তাঁর পরিবারের লোকজন এসে তাঁকে মারধর করে ও মোবাইল ভেঙে দেয় বলে দাবি নির্যাতিতা মহিলার।