Birbhum Crime: মাধ্যমিকে পাশ করেছে, পার্টি দেওয়ার নামে এ কী কাণ্ড পড়ুয়ার!
West Bengal: ঘটনাটি বীরভূমের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের ঝলকা গ্রামের। জখম যুবকের নাম সুকান্ত ধীবর।

বীরভূম: সদ্য বেরিয়েছে মাধ্যমিকের রেজাল্ট। উত্তীর্ণ হয়েছে অধিকাংশ পরীক্ষার্থী। ফলপ্রকাশের পর যখন পড়ুয়ারা ব্যস্ত নতুন জীবন তৈরির উদ্দেশে। তখনই বিপত্তি। মাধ্যমিক পাসের পর পিকনিক করার নামে ফোন করে বন্ধুকে ডেকে ধারল অস্ত্রের কোপ মারার অভিযোগ । গোটা ঘটনায় নাম জড়িয়েছে অপর বন্ধুর।
ঘটনাটি বীরভূমের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের ঝলকা গ্রামের। জখম যুবকের নাম সুকান্ত ধীবর। তাকে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের নাম বিরাজ মণ্ডল ও তাঁর বাবা বিকাশ মণ্ডল। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় সুকান্ত ধীবর নামে ওই মাধ্যমিক উত্তীর্ণ কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জখম কিশোরের বাবার অভিযোগ, ছেলের মাথায়, গলায়, হাতে ও পায়ে কাটারি দিয়ে একাধিক কোপ মারা হয়েছে। তবে কী কারণে ছেলের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। সেই বিষয়টি স্পষ্ট করে বলতে পারেননি আহত কিশোরের বাবা। গোটা বিষয়টি জানিয়ে ময়ূরেশ্বর থানার বিরাজ মণ্ডল ও তাঁর বাবা বিকাশ মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত কিশোরের বাবা ধীবর। ঘটনার তদন্ত শুরু করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ ।
জখম ছাত্রের বাবা জানান, ‘আমার ছেলে মাধ্যমিক পাশ করেছে। ওকে ওর এক বন্ধু ডাকে। বলেছিল পিকনিক করতে যাবে। বন্ধুর কথামতো আমার ছেলেও সেখানে যায়। তখনই ওর উপর হামলা চালায় অভিযুক্ত। আমার ছেলের গলায়, হাতে চোট লেগেছে। গোটা বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি। উপযুক্ত শাস্তি হোক এটাই চাই।’





