পশ্চিম মেদিনীপুর: ‘অক্সিজেন অন হুইলস’ নামে মেদিনীপুর শহরে শুরু হল করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি অক্সিজেন (oxygen) পরিষেবা। একই সঙ্গে প্রতিদিন ৫০০ জনের খাবারের ব্যবস্থা করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
বিজেপি রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদের এই উদ্যোগে মেদিনীপুর বিধানসভা এলাকায় রবিবার থেকেই শুরু হল ‘অক্সিজেন অন হুইলস’ পরিষেবা। পাশাপাশি ৫০০ জনের আহারের ব্যবস্থা করা হয়েছে সাংসদের উদ্যোগে। যে সমস্ত কোভিড আক্রান্ত মানুষের অক্সিজেনের প্রয়োজন হবে তাঁরা টোল ফ্রি নম্বারে ফোন করলে বাড়িতেই পৌঁছে যাবে সিলিন্ডার, এমনটাই আশ্বাস দিয়েছেন সাংসদ দিলীপ ঘোষের প্রতিনিধি পারিজাত চক্রবর্তী।
এদিন দিলীপ ঘোষ তাঁর টুইটার হ্যান্ডেল থেকেও সেই ছবি শেয়ার করেছেন। জন আহার সেবা নামে এই উদ্যোগে খাবার বিতরণ করা হচ্ছে মেদিনীপুর কেন্দ্রের মানুষকে।
সেবাই পরম ধর্ম
কোভিড পরিস্থিতিতে মানুষের মুখে আহার তুলে দিতে মেদিনীপুরের সাংসদ ও রাজ্য বিজেপি সভাপতি শ্রী @DilipGhoshBJP উদ্যোগে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে চালু হলো সাংসদ জনআহার সেবা। #BJP4Seva pic.twitter.com/GQsv4zBdRr
— BJP Bengal (@BJP4Bengal) May 23, 2021
এর আগে অবশ্য রাজ্যে অক্সিজেন চাহিদা নিয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি তোপ দেগেছিলেন বিজেপির অক্সিজেনসরবরাহ কম নেই। তৃণমূলের কম হওয়াতেই সমস্যা। করোনা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে অক্সিজেনের অভাবের কথা বলেছেন। সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।