বীরভূম: বারবার নানাভাবে ক্ষেত্র বিশেষে বুঝিয়ে দিয়েছেন, বীরভূমের একচ্ছত্র নায়ক তিনিই। বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ শিরোনামেও থাকেন তিনি। এ বার সেই বীরভূমের তৃণমূল (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মন্তব্য নিয়েই সরব হল গেরুয়া শিবির (BJP)। অনুব্রতের মন্তব্যের জেরে বীরভূমের বিভিন্ন জায়গায় অশান্তি-হানাহানির সৃষ্টি হয়েছে, এমনই অভিযোগ তুলে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল গেরুয়া শিবিরের যুব মোর্চা (BJYM)।
বিজেপির অভিযোগ, অনুব্রত মণ্ডলের প্ররোচনামূলক মন্তব্য এবং নানা হুঁশিয়ারি বিশেষ করে ‘খেলা হবে’ স্লোগানের পর বীরভূমের বিভিন্ন এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। একাধিক জায়গায় বিজেপি নেতা কর্মীদের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এমনকি খুনের ঘটনা ঘটেছে।
বিজেপি যুব মোর্চার (BJYM) নেতা কর্মীরা লাভপুর, ইলামবাজার, দুবরাজপুর সহ একাধিক জায়গার উদাহরণ তুলে ধরে জানান, ইতিমধ্যেই লাভপুরের বেশ কয়েকজন বিজেপি সমর্থকদের মারধর করা হয়েছে এবং ইলামবাজারে একজন বিজেপি সমর্থককে খুন করা হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। যদিও, এই ঘটনায় অনুব্রতর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্রের খবর, তিনি নির্বাচনী প্রচারের কাজে আপাতত ঝাড়গ্রামে আছেন।
প্রত্যেক নির্বাচনের আগেই ভাষায় সন্ত্রাসের অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। কখনও তিনি বলেছেন, ভোটের দিন ‘গুড় বাতাসা খাওয়াবো’। কখনও বলেছেন, ‘চড়াম চড়াম ঢাক বাজবে।’এ বার ভোটের আগে, ‘খেলা হবে’ স্লোগান দিয়েছেন তিনি। যা এখন শাসক শিবিরের ‘দলীয় স্লোগানে’ পরিণত হয়েছে।
প্রসঙ্গত, আগামী ২৯ এপ্রিল ৮ম দফায় বীরভূমে নির্বাচন। ইতিমধ্যেই, দুবরাজপুরে তৃণমূলের প্রার্থী বদল হয়েছে। অসীমা ধীবরের পরিবর্তে প্রার্থী করা হয়েছে নতুন মুখ দেবব্রত সরকারকে। আর তাঁর হয়ে প্রচারের দায়িত্ব নিয়েছেন স্বয়ং কেষ্ট। অন্যদিকে, বিজেপি প্রার্থীদের কেন্দ্র করে দলের অন্দরে ক্ষোভ অব্যাহত পদ্ম শিবিরে। এই পরিস্থিতিতে, কেষ্টর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আসলে তৃণমূলের শক্তি ক্ষয় করতে চাইছে বিজেপি এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
আরও পড়ুন: অসীমার বদলে দুবরাজপুরে প্রার্থী ‘ভাল ছেলে’ দেবব্রত, নেপথ্যে কি অনুব্রত?