Asansol: বউকে বাপের বাড়ি রেখে এসেই বৌদিকে… দেওরের এমন কাণ্ডে সারা পাড়ায় ছি ছি

Asansol: মণির দেওর ভোলু রাউত তাঁকে ধারাল অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। বাড়ির ভিতরই এই ঘটনা ঘটে। এরপর রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

Asansol: বউকে বাপের বাড়ি রেখে এসেই বৌদিকে... দেওরের এমন কাণ্ডে সারা পাড়ায় ছি ছি
কী ঘটেছে জানালেন পরিবারের লোকেরা। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Dec 30, 2023 | 7:50 PM

আসানসোল: দাদা ছিলেন না বাড়িতে। কাজের সূত্রে বাইরে থাকেন। বৌদি বাড়িতে থাকেন ছোট সন্তানদের নিয়ে। এদিকে দেওরও শনিবারই শ্বশুরবাড়িতে রেখে আসেন নিজের পরিবারকে। এরপরই বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসেন। বৌদিকে ধারাল ছুরি দিয়ে কুপিয়ে মারার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এলাকার লোকজনের দাবি, ৩-৪ দিন ধরে বাড়িতে ঝামেলা চলছিল। এরইমধ্যে এই ঘটনা। আসানসোল দক্ষিণ থানার দিলদার নগরের ঘটনা। অভিযুক্তকে আটক করা হয়েছে।

নিহত ওই মহিলার নাম মণি রাউত। অভিযোগ, মণির দেওর ভোলু রাউত তাঁকে ধারাল অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। বাড়ির ভিতরই এই ঘটনা ঘটে। এরপর রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দা সঞ্জয় সিং বলেন, “আমরা বাড়িতেই ছিলাম। আচমকা শুনি দেওর বৌদিকে খুন করে দিয়েছে। মণ্টুর বউকে মেরে ফেলেছে বলে শুনি। শুনলাম, বৌদি ঘরে শুয়েছিলেন। ছুরি নিয়ে ঢুকে দেওর কোপাতে থাকেন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই মারা যান। ছোট ছোট বাচ্চা আছে। এখানে শুনলাম ৩-৪ দিন ধরে ঝামেলা চলছিল। এদিন দুপুরে দেওয়ার তাঁর পরিবারকে শ্বশুরবাড়িতে রেখে আসে। সেখান থেকে আসার পর এই ঘটনা।”