Bomb Recover: ঘরের দুয়ার খোলার পরেই চোখ কপালে, এটা কী দেখলেন বিজেপি নেতা
Paschim medinipur: শীতল কপাট বলেন, "যাঁরা বোমা তৈরি করে বাড়ির ভিতরে করে। গোপনে করে। কেউ বা কারা কৌশিক হাজরার মতো বিজেপি নেতাকে বদনামের চেষ্টা করছে। কেউ বা কারা এই বিজেপি নেতাকে পুড়িয়ে মারার চেষ্টা করছে।"

ঘাটাল: বোমা উদ্ধার হল পশ্চিম মেদিনীপুর থেকে। বিজেপি নেতার বাড়ির কিছুটা দূর থেকে উদ্ধার হল এই তাজা বোমা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরের ঘটনা। এই ঘটনায় জোর চাঞ্চল্য এলাকায়।
জানা গিয়েছে, বিজেপি নেতা কৌশিক হাজরার বাড়ির কিছুটা দূরে রবিবার সকালে উদ্ধার হল দু’টি তাজা বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। রবিবার সকালে বোমা গুলি নজরে আসতেই ঘটনায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। বিজেপি নেতৃত্বের দাবি পরিকল্পনা করে শাসক দল তৃণমূল এসব ঘটনা ঘটিয়েছে। যদি এ বিষয়ে ঘাটাল থানায় সমস্ত বিষয়টি জানানো হয়েছে বলে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট জানান। তবে ঘাটাল থানার পুলিশের দাবি, এটি বোমা নয়। এটি জল বোমা।
শীতল কপাট বলেন, “যাঁরা বোমা তৈরি করে বাড়ির ভিতরে করে। গোপনে করে। কেউ বা কারা কৌশিক হাজরার মতো বিজেপি নেতাকে বদনামের চেষ্টা করছে। কেউ বা কারা এই বিজেপি নেতাকে পুড়িয়ে মারার চেষ্টা করছে। বাড়ির পাশে একটা বোমাকে সলতে বের করে রাখা হয়েছে। যাতে উনি বোমা ব্লাস্ট করে পুড়ে মারা যায় সেই চেষ্টা করা হয়েছে। কিছু দুষ্কৃতী চক্রান্ত করে পুড়িয়ে মারার চেষ্টা করা হচ্ছে।”

