AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নাবালিকার উপর অকথ্য শারীরিক নির্যাতনের অভিযোগ উত্তর ২৪ পরগনার হোমের বিরুদ্ধে

একদিন-দুদিন নয়, টানা কয়েক মাস ধরে চলছিল সেই অত্যাচার। অবশেষে আত্মীয়দের কাছে সব খুলে বলার পর পুলিশ ওই হোমের মালিককে গ্রেফতার করে।

নাবালিকার উপর অকথ্য শারীরিক নির্যাতনের অভিযোগ উত্তর ২৪ পরগনার হোমের বিরুদ্ধে
মালদায় শিশুকে ধর্ষণ (প্রতীকী চিত্র)
| Updated on: Mar 20, 2021 | 11:20 PM
Share

উত্তর ২৪ পরগনা: নয় বছরের এক নাবালিকার উপর অকথ্য শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) একটি হোমের বিরুদ্ধে। সূত্রের খবর, ওই হোমের নয় বছরের এক নাবালিকার উপর শারীরিক অত্যাচার চালানো এবং মারধর করা হয় বলেও অভিযোগ। একদিন-দুদিন নয়, টানা কয়েক মাস ধরে চলছিল সেই অত্যাচার। অবশেষে আত্মীয়দের কাছে সব খুলে বলার পর পুলিশ ওই হোমের কর্তাকে গ্রেফতার করে।

মাত্র আড়াই বছরের ব্যবধানে বাবা-মা’কে হারিয়ে আত্মীয়দের কাছে ছিল ওই নাবালিকা। কিন্তু, মাসকয়েক আগেই তাকে উত্তর ২৪ পরগনার একটি হোমে রেখে আসে পরিবারের সদস্যরা। ওই হোমে ছেলেরা থাকলেও হোমের মালিক নিজের স্ত্রীর কাছে ওই নাবালিকা-সহ আরও একটি নাবালিকাকে রাখেন বলে অভিযোগ। কিন্তু, বিগত কয়েকদিন ধরে নাবালিকাকে মারধর করার পাশাপাশি অন্যান্যভাবেও শারীরিক নির্যাতন করা হয়। শুক্রবার তার আত্মীয়রা নিজের বাড়িতে তাকে নিয়ে গেলে সে সব কথা খুলে বলে।

আরও পড়ুন: পুরসভার প্রশাসক পদে কোনও রাজনীতিক নয়, থাকবেন সরকারি আধিকারিক: কমিশন

এরপরই স্থানীয় পুলিশ ও চাইল্ড লাইনের কর্মীরা বিষয়টি নিয়ে খোঁজ খবর নেয়। স্বতঃপ্রণোদিতভাবে তারাই হোমের এলাকার থানার সঙ্গে যোগাযোগ করে। স্থানীয় থানার পুলিশ এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করে। যদিও গোটার ঘটনার কথা অস্বীকার করেছে হোম কর্তৃপক্ষ। দুই নাবালিকা যে এখানে থাকত সেই কথাই মানতে চাননি এই হোমের মুখপাত্র। যদিও পুলিশ সুয়োমোটোর ভিত্তিতে তদন্তে নেমে হোমের মুখপাত্রকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: ‘দিলীপ ঘোষের জন্যই পদ্ম ফুটবে বাংলায়’, নমো-স্তুতিতে মুখ্যমন্ত্রীর জল্পনা তুঙ্গে