Sitalkuchi Assembly Election Result 2021 Live Update in Bengali: শীতলকুচিতে ৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে বিজেপি
Sitalkuchi Assembly Election Result 2021 Live Update in Bengali: শীতলকুচি বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস
বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন সকাল থেকেই রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা তুঙ্গে। প্রথমবার দীর্ঘ আট দফায় ভোট হয়েছে বাংলায়। ২৯৪ বিধানসভা আসনের এই রাজ্যে কে ক্ষমতায় আসতে চলেছে তা আগামী কয়েক ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। ২৯৪ টি আসনের মধ্যে শীতলকুচি বিধানসভা কেন্দ্র থেকে পার্থ প্রতিম রায়কে প্রার্থী করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে নির্বাচনী ময়দানে নামানো হয়েছে বরেণ চন্দ্র বর্মণকে। সংযুক্ত মোর্চার পক্ষ থেকে লড়ছেন সিপিএমের সুধাংশু প্রামাণিক। মোট ১৩ জন প্রার্থী নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছেন এই আসনে। প্রসঙ্গত, ২৯৪ আসনের মধ্যে সরকার গড়ার জন্য যে কোনও দলকে ১৪৮ আসনের ম্যাজিক ফিগার পেরোতে হবে। এক নজরে দেখুন সাম্প্রতিকতম আপডেট
এক নজরে শীতলকুচির ভোটের ফল বিকাল ৩.৪৫ মিনিট পর্যন্ত পাওয়া খবর: এগিয়ে বিজেপি
বেলা ১২ টা পর্যন্ত পাওয়া খবর: ৫ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি। সকাল ১১.১১ মিনিট পর্যন্ত পাওয়া খবর: এগিয়ে বিজেপি। শীতলকুচিতে ৫৪০২ ভোটে এগিয়ে বিজেপি।
সকাল ৯.৪৫ মিনিট পর্যন্ত পাওয়া খবর: এগিয়ে তৃণমূল। দিনহাটা এগিয়ে বিজেপি। কোচবিহার উত্তর এগিয়ে তৃণমূল।
সকাল ৯ টা পর্যন্ত পাওয়া খবর: শীতলকুচিতে এগিয়ে তৃণমূল।
২০১৬ বিধানসভা নির্বাচনের ফলাফল
শীতলকুচি বিধানসভা ২০১১ সাল থেকে তৃণমূলের দখলে। গতবার দু’বার শাসকদলের হিতেন বমর্ণ এই আসনে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন। মাসকয়েক আগে বিজেপিতে নাম লেখান তিনি। ২০১৬ সালের বিধানসভায় সিপিএমের প্রার্থীকে ১৫ হাজারের ব্যবধানে হারান হিতেন। ২৭ হাজারের বেশি ভোট নিয়ে তৃতীয় স্থানে ছিল বিজেপি।
মোট ভোটার সংখ্যা
২০১৬ সালের ভোটার তালিকা অনুযায়ী এই বিধানসভা কেন্দ্রে মোট ২ লক্ষ ৩০ হাজার ১২৫ জন ভোটার ছিলেন। গতবার এই বিধানসভা কেন্দ্রে ৩০০ টি বুথ তৈরি করা হয়েছিল এবং প্রায় ৮৮ শতাংশ ভোট পড়ে।
১৯৬২ সালে প্রথমবার শীতলকুচি বিধানসভা কেন্দ্রে ভোট হয়। সেবার ভোটে ফরোয়ার্ড ব্লক প্রার্থী জয়লাভ করেন। পরবর্তী নির্বাচনগুলিতে লাগাতার ২০১১ সাল পর্যন্ত এখানে জয়লাভ করে বামেরা।
গত বিধানসভা ভোটের পরিসংখ্যান
বিদায়ী বিধায়ক: হিতেন বমর্ণ প্রাপ্ত ভোট: ১ লক্ষ ১ হাজার ৪৭ মোট ভোটার: ২ লক্ষ ৩০ হাজার ১২৫ ভোটের হার: ৮৮.০৫ শতাংশ মোট প্রার্থী: ৮