ভিডিও: বিজেপি করার ‘অপরাধ’, ধর্ষণের অভিযোগ দিয়ে প্রৌঢ়কে ল্যাম্পপোস্টে বেঁধে তৃণমূলের মার
Coochbehar: অসহায় স্ত্রী ও বৃদ্ধা মা বাঁচাতে এলে রেয়াত পাননি তাঁরাও। মহিলাদের উপরও হাত তোলা হয়।
কোচবিহার: লাইট পোস্টের মধ্যে পৌঢ়কে বেঁধে রেখে চলল দেদার মার। চার পাঁচজন মিলে বাঁশ, লাঠি সমেত ওই পৌঢ়কে লাগাতার মেরেই চলছিল। অসহায় স্ত্রী ও বৃদ্ধা মা বাঁচাতে এলে রেয়াত পাননি তাঁরাও। মহিলাদের উপরও হাত তোলা হয়। এইরকমই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। (যদিও তার সত্যতা যাচাই করেনি TV9 বাংলা ) আর তারপরই তোলপাড়। জানা গিয়েছে, কয়েকদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ওই ব্যক্তি। তারপর থেকেই নানাভাবে অত্যাচার করত স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। এরপর শনিবার ধর্ষণের অভিযোগ তুলে লাইট পোস্টে বেঁধে বেধড়ক পেটান হয় ওই পৌঢ়কে। দু’দিন আগের এই ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়। যদিও, ওই পৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ।
কোচবিহারের পুন্ডিবারি এলাকার ঘোড়ামারা গ্রামের ঘটনা। অভিযোগ, পরিবারের সদস্যদের সামনেই ওই ব্যক্তিকে পেটানো হয়েছে বলে খবর। কাঠগড়ায় তৃণমূল। বিজেপির স্থানীয় নেতা সুকুমার বিশ্বাস জানান, “কিছুদিন আগে ওই ব্যক্তি বিজেপির বিধায়কের হাত থেকে পতাকা তুলে নিয়েছিলেন। এরপর তিনি বিজেপিতে যোগ দেন । তারপর থেকেই ওঁর উপর লাগাতার অত্যাচার শুরু করে তৃণমূল। সম্প্রতি, এক মহিলাকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। সেই অভিযোগ তুলে তাঁকে এদিন বেঁধে রেখে পেটানো হয়েছে।” যদিও, গোটা বিষয়টি অস্বীকার করেছে তৃণমূল।