
হলদিবাড়ি: ফের মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনা। তিস্তা পারে গত ৭ দিনে মোট দুটি মর্টার শেল উদ্ধার হল। ময়নাগুড়ি থানা এলাকার পর হলদিবাড়ি থানা এলাকার তিস্তা পারে প্রাণঘাতী এই মারণাস্ত্র উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ২০২৩ সালে সিকিমের বন্যায় গোলাবারুদ সহ ভেসে যান বহু সেনাকর্মী। সেই সময় থেকে আজ পর্যন্ত ওই অস্ত্রগুলি উদ্ধার হচ্ছে।
বুধবার হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মৃধা পাড়ার এক কৃষক তিস্তার চরে জমি খুঁড়তে গিয়ে দেখতে পান ওই মর্টার শেলটি। এলাকায় খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় হলদিবাড়ি থানার পুলিশ। বিষয়টি ভারতীয় সেনার নজরে আনেন তাঁরা।
খবর পেয়ে বৃহস্পতিবার বিন্নাগুড়ি সেনা ছাউনির বম্ব ডিজপোজাল ইউনিটের সদস্যরা ওই বস্তুটিকে দেখে শনাক্ত করার পরই সেটি নিষ্ক্রিয় করার তোড়জোড় শুরু করে। আজ, বৃহস্পতিবার বিন্নাগুড়ি সেনা ছাউনির লেফট্যানেন্ট কর্নেল মৃণাল নেওলের নেতৃত্বে বম্ব ডিসপোজাল ইউনিটের ৫জন সদস্য ঘটনাস্থলে হাজির হন। হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদীর সাড়ে সাত নম্বর স্পারের সামনে তিস্তা নদীর চরে ফাঁকা জায়গায় গর্ত করে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। উপস্থিত ছিলেন হলদিবাড়ি থানার পুলিশ কর্মীরা।