Pujoy Pulse: ‘যে মুখে দেবে সে খেয়েই যাবে’, পালস ক্যান্ডি মুখে দিতেই বলছে কোচবিহারের জনতা

Pujoy Pulse: ট্য়াবলোর পাশে দাঁড়িয়েই একজন বললেন, “অদ্ভুত একটা টেস্ট। আমি তো অনেক নিয়েছি বাড়ির লোকেদের জন্য। পুজোয় এই লজেন্স বাজারে এল দেখে খুব ভাল লাগছে।” আর একজন বললেন, “তেঁতুলের টেস্টের লজেন্স তো বাজারে খুব একটা নেই।”

| Edited By: জয়দীপ দাস

Oct 12, 2024 | 3:43 PM

কোচবিহার: ‘যে মুখে দেবে সে আবার খাবে। খেয়েই যাবে।’ পালসের নতুন গোলমোল ক্যান্ডি মুখে দিতেই বলছে জনতা। গতবারের মতো এবার ২২ শহরে ঘুরল টিভি ৯ বাংলা পুজোয় পালসের ট্যাবলো। তা দেখতে ভিড় কচিকাচাদের। অন্যদিকে পালসের এই নয়া ক্যান্ডির স্বাদে বুঁদ আট থেকে আশি। যেখানেই ট্যাবলো যাচ্ছে সেখানেই জমছে ভিড়। একই ছবি দেখা গেল কোচবিহারেও।  

ট্য়াবলোর পাশে দাঁড়িয়েই একজন বললেন, “অদ্ভুত একটা টেস্ট। আমি তো অনেক নিয়েছি বাড়ির লোকেদের জন্য। পুজোয় এই লজেন্স বাজারে এল দেখে খুব ভাল লাগছে।” আর একজন বললেন, “তেঁতুলের টেস্টের লজেন্স তো বাজারে খুব একটা নেই। সেই জায়গা থেকে পালস এটা যে বের করেছে তা খুবই ভাল। বাচ্চা থেকে মেয়ে সকলে খুব পছন্দ করছে।”

অন্যদিকে টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন টু-তে মৃৎশিল্পীদের হাতে উঠছে বিশেষ শিল্পী সম্মান। এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে গোটা রাজ্য। বিশেষ এই সম্মান পেয়েছেন কোচবিহারের মৃৎশিল্পী পুলক পাল। তিনি বলছেন, “খুবই ভাল লাগছে। টিভি ৯ বাংলা ও পালসকে কৃতজ্ঞতা জানাই। এ অনেক বড় পাওয়া।”   

কোচবিহার: ‘যে মুখে দেবে সে আবার খাবে। খেয়েই যাবে।’ পালসের নতুন গোলমোল ক্যান্ডি মুখে দিতেই বলছে জনতা। গতবারের মতো এবার ২২ শহরে ঘুরল টিভি ৯ বাংলা পুজোয় পালসের ট্যাবলো। তা দেখতে ভিড় কচিকাচাদের। অন্যদিকে পালসের এই নয়া ক্যান্ডির স্বাদে বুঁদ আট থেকে আশি। যেখানেই ট্যাবলো যাচ্ছে সেখানেই জমছে ভিড়। একই ছবি দেখা গেল কোচবিহারেও।  

ট্য়াবলোর পাশে দাঁড়িয়েই একজন বললেন, “অদ্ভুত একটা টেস্ট। আমি তো অনেক নিয়েছি বাড়ির লোকেদের জন্য। পুজোয় এই লজেন্স বাজারে এল দেখে খুব ভাল লাগছে।” আর একজন বললেন, “তেঁতুলের টেস্টের লজেন্স তো বাজারে খুব একটা নেই। সেই জায়গা থেকে পালস এটা যে বের করেছে তা খুবই ভাল। বাচ্চা থেকে মেয়ে সকলে খুব পছন্দ করছে।”

অন্যদিকে টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন টু-তে মৃৎশিল্পীদের হাতে উঠছে বিশেষ শিল্পী সম্মান। এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে গোটা রাজ্য। বিশেষ এই সম্মান পেয়েছেন কোচবিহারের মৃৎশিল্পী পুলক পাল। তিনি বলছেন, “খুবই ভাল লাগছে। টিভি ৯ বাংলা ও পালসকে কৃতজ্ঞতা জানাই। এ অনেক বড় পাওয়া।”