কোচবিহার: চতুর্থ দফা ভোটের দিনেও এক বিজেপি কর্মীর (BJP Worker) ঝুলন্ত দেহ উদ্ধার! এবার কোচবিহার উত্তর বিধানসভার এক বিজেপি কর্মীকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। পাতলাখাওয়া বুথ এলাকার মৃত ওই বিজেপি কর্মীর নাম অমল দাস। শনিবার এলাকার একটি বাঁশবাগানে উদ্ধার হয় বিজেপি কর্মীর দেহ।
জানা গিয়েছে, শুক্রবার রাত থেকে ওই বিজেপি কর্মী নিখোঁজ ছিলেন। তার পর এদিন তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যদিও মৃতদেহের যেহেতু ঝুলন্ত অবস্থাতেও পা মাটিতে লেগেছিল তাই তাঁকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি (BJP)। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়াচ্ছে এলাকায়।
একুশের বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2021) প্রথম দফা ভোটের আগে দিনহাটার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শুরু হয়েছিল জোর রাজনৈতিক চাপানউতোর। দ্বিতীয় দফা ভোটের দিন সকালেও নন্দীগ্রামে আর এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শুরু হল তীব্র চাঞ্চল্য।
দিনহাটার মৃত বিজেপি (BJP) কর্মী অমিত সরকারের মৃত্যুর পিছনে উঠে এসেছে আত্মহত্যার তত্ত্ব। নির্বাচন কমিশন (Election Commission)-এর রিপোর্টেও বলা হয় দীর্ঘদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন তিনি। এরপর ভোটের টিকিট না পেয়ে তাঁকে অবসাদ গ্রাস করেছিল তাঁকে। তার পর দ্বিতীয় দফা ভোটের দিন নন্দীগ্রামে ভেকুটিয়ায় উদয়শংকর দেবের ঝুলন্ত দেহ উদ্ধারের নেপথ্যে উঠে এসেছে রাজনৈতিক চাপের কথা। এবার কোচবিহারে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।