AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নেতাজীর জন্মবার্ষিকী উদযাপন লক্ষ্যে সায়ন্তন বসুর মঞ্চে আগুন!

নেতাজী জন্মবার্ষিকী উপলক্ষে বড়ডাঙা স্কুলের মাঠে স্থানীয় বিজেপি নেতৃত্বে বেশ কিছু কর্মসূচির আয়োজন করেছিলেন।

নেতাজীর জন্মবার্ষিকী উদযাপন লক্ষ্যে সায়ন্তন বসুর মঞ্চে আগুন!
পুড়িয়ে দেওয়া হয় মঞ্চ
| Updated on: Jan 23, 2021 | 9:59 AM
Share

কোচবিহার: নেতাজীর জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপির অনুষ্ঠান মঞ্চ ভেঙে আগুন ধরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এদিনের অনুষ্ঠান উদ্বোধন করার কথা বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর (Sayantan Basu)। ঘটনাকে ঘিরে উত্তপ্ত কোচবিহারের দিনহাটার সিতাই এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

পুড়িয়ে দেওয়া হয়েছে মঞ্চ

নেতাজী জন্মবার্ষিকী উপলক্ষে বড়ডাঙা স্কুলের মাঠে স্থানীয় বিজেপি নেতৃত্বে বেশ কিছু কর্মসূচির আয়োজন করেছিলেন। বাঁধা হয়েছিল মঞ্চ। প্রস্তুতিপর্ব সব সারা ছিল।  সেখানেই আজ উপস্থিত থাকার কথা সায়ন্তন বসুর। শুক্রবার রাতেই ওই অনুষ্ঠানে মঞ্চে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর যায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও। তাঁরাই এসে আগুন নেভান। কিন্তু ততক্ষণে পুড়ে যায় গোটা মঞ্চ।

ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা তপন বর্মন বলেন, “তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা মঞ্চ পুড়িয়ে দিয়েছে। হিংসা থেকেই এই কাজ। ওরা এলাকায় এভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে।”

আরও পড়ুন: নেতাজীর জন্মবার্ষিকীতে মোদী-মমতার ঠাসা কর্মসূচি বাংলায়

যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উল্টে বিজেপির গোষ্ঠীকোন্দলের জের বলেই উল্লেখ করেছেন তিনি।