CPM Protest: বিডিও অফিস ঘেরাও নিয়ে তুলকালাম, পুলিশ-CPM কর্মীদের ধস্তাধস্তিতে আহত ১০ জন

Ananta Chattopadhyay | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 01, 2023 | 6:20 PM

CPM Protest: পঞ্চায়েত ভোটে কারচুপি ও গণনা কেন্দ্রে গাজোয়ারির অভিযোগ তুলে মঙ্গলবার প্রতিবাদে নামে সিপিএম।এরপর বিডিও অফিসে ঢুকতে গেলে ধস্তাধস্তি বাধে পুলিশের সঙ্গে।

CPM Protest: বিডিও অফিস ঘেরাও নিয়ে তুলকালাম, পুলিশ-CPM কর্মীদের ধস্তাধস্তিতে আহত ১০ জন
তুলকালাম কাঁকিনাড়া
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কাঁকিনাড়া: বিডিও অফিস ঘেরাও ঘিরে তুলকালাম। উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া পানপুর বিডিও অফিস ঘেরাও ঘিরে বিক্ষোভ। সিপিএম কর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। লাঠির আঘাতে জখম ১০ জন। আহতদের মধ্যে পাঁচজন মহিলা।

পঞ্চায়েত ভোটে কারচুপি ও গণনা কেন্দ্রে গাজোয়ারির অভিযোগ তুলে মঙ্গলবার প্রতিবাদে নামে সিপিএম।এরপর বিডিও অফিসে ঢুকতে গেলে ধস্তাধস্তি বাধে পুলিশের সঙ্গে। বিক্ষোভকারীদের হঠিয়ে দিতে চাইলে শুরু গণ্ডগোল। আন্দোলনকারীদের লাঠিপেটার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

এক বিক্ষোভকারী বলেন, “যেখানে মারার হয় পুলিশ সেখানে মারতে পারে না। যেখানে করার প্রয়োজন হয় সেখানে করতে পারে। ধিক্কার। একটা ছেলেকে এমন মেরেছে যে ওকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মারতে-মারতে মেরে ফলেছে ছেলেটাকে।” আরও এক বিক্ষোভকারী বলেন, “আমরা ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম। শান্তিপূর্ণ মিছিল চলছিল। হঠাৎ পুলিশ এসে লাঠিপেটা শুরু করে। ওরা আমাদের একটা ছেলের নামে মিথ্যে কথা বলছিল। তারপর ওকে মারতে শুরু করে।”

 

Next Article