Cyclone Michaung: ঘূর্ণিঝড় ‘মিগজাউম’এর বিরূপ প্রভাব বাংলার কোন কোন জেলায় পড়বে? সতর্কবার্তা আবহাওয়াবিদদের

Cyclone Michaung: ডিসেম্বর মাস। উত্তুরে-পশ্চিমী হাওয়ায় এতদিনে বাংলার বাতাস শুকনো হয়ে যাওয়ার কথা। সেই প্রক্রিয়া শুরুও হয়েছিল। কিন্তু বাধ সাধল ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় মিগজাউম। অন্ধ্রপ্রদেশ অভিমুখে এগোলেও, বাংলাকে ছাড় দেবে না ঘূর্ণিঝড়।

Cyclone Michaung: ঘূর্ণিঝড় মিগজাউমএর বিরূপ প্রভাব বাংলার কোন কোন জেলায় পড়বে? সতর্কবার্তা আবহাওয়াবিদদের
কোথায় কোথায় বৃষ্টি হতে পারে? Image Credit source: Facebook

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 05, 2023 | 4:49 PM

কলকাতা:  ঘূর্ণিঝড়ের বৃষ্টিতে বিধ্বস্ত চেন্নাই। বাংলার দুয়ারে ঘূর্ণিঝড় আসবে না তো, সে চিন্তা ছিলই। কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নাহ, সে ভয় নেই। তবে অন্ধ্রপ্রদেশে গেলেও, সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হতে পারে বাংলায়। কাল থেকে বৃহস্পতিবারের মধ্যে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। তবে কি পাকা ধানে মই?

ডিসেম্বর মাস। উত্তুরে-পশ্চিমী হাওয়ায় এতদিনে বাংলার বাতাস শুকনো হয়ে যাওয়ার কথা। সেই প্রক্রিয়া শুরুও হয়েছিল। কিন্তু বাধ সাধল ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় মিগজাউম। অন্ধ্রপ্রদেশ অভিমুখে এগোলেও, বাংলাকে ছাড় দেবে না ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের বাঁকেই বিপদ। দুর্যোগের আশঙ্কা না থাকলেও, বৃষ্টির বিপদ বাংলায়।

কবে কোথায় বৃষ্টি হতে পারে, দেখুন এক নজরে

৫ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে।

৬ ও ৭ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টি হতে পারে।

৬ ও ৭ ডিসেম্বর হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, নদিয়া, পূর্ব বর্ধমানেও।

এখন বাংলায় মেঘ ঢুকছে, বৃষ্টিও হবে। ফলে রাতের তাপমাত্রা কমার সুযোগ থাকবে না। ইতিমধ্যে যা মেঘ ঢুকেছে, তার প্রভাবেই ঊর্ধ্বমুখী পারদ। ডিসেম্বরের প্রথম তিন দিনেই কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে। আপাতত সেই তাপমাত্রা কমার বিশেষ সম্ভাবনা নেই। সময়মতো তাপমাত্রা না কমলে, শীতের সব্জি চাষও পড়বে ক্ষতির মুখে। বৃষ্টি হলে ক্ষতি আরও বাড়বে। স্বাভাবিকভাবেই প্রহর গুনছেন চাষিরাও।