Dabgram Fulbari Election Result 2021 LIVE: হারলেন গৌতম দেব, জয় ছিনিয়ে নিল বিজেপি

Dabgram Fulbari Assembly Election Result 2021 Live Update ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব জয়ী হয়েছিলেন।

Dabgram Fulbari Election Result 2021 LIVE: হারলেন গৌতম দেব, জয় ছিনিয়ে নিল বিজেপি
নিজস্ব চিত্র

| Edited By: সায়নী জোয়ারদার

May 02, 2021 | 11:32 PM

জলপাইগুড়ি: ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে হেরে গেলেন তৃণমূলের বিদায়ী মন্ত্রী গৌতম দেব। বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের কাছে হারলেন তিনি। শিখাদেবীর প্রাপ্ত ভোট ১০২২০৭। গৌতম দেব পেয়েছেন ৭২২২৩টি ভোট। ডাবগ্রাম-ফুলবাড়ি  জলপাইগুড়ি জেলার একটি বিধানসভা কেন্দ্র। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে ক্রান্তি (বিধানসভা কেন্দ্র) বিলুপ্ত করে একটি নতুন আসন ডাবগ্রাম-ফুলবাড়ি (বিধানসভা কেন্দ্র) নির্বাচন করেছে।  ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রটি শিলিগুড়ি পুরনিগমের ৩১ থেকে ৪৪ নম্বর ওয়ার্ড ও ডাবগ্রাম-১, ডাবগ্রাম-২, ফুলবাড়ি-১ ও ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতগুলি রাজগঞ্জ সিডি ব্লকের অন্তর্গত।

২০১৬ বিধানসভা নির্বাচন

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ১০৫,৭৬৯৷ দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী দিলীপ সিং। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৮১,৯৫৮৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব সিপিএম প্রার্থী দিলীপ সিংকে ২৩,৮১১ ভোটে পরাজিত করেছিলেন। ২০১১ সালের নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের গৌতম দেব সিপিআইএমের দিলীপ সিংকে পরাজিত করেছিলেন।

২০২১ বিধানসভা নির্বাচন

এই কেন্দ্রে এ বারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন গৌতম দেব। এই আসনে বিজেপির তরফে দাঁড়ান শিখা চট্টোপাধ্যায়। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন সিপিআইএমের দিলীপ সিং।

বিদায়ী বিধায়ক: গৌতম দেব
মোট ভোটার: ২৬০৬৯০
ভোট শতাংশ: ৮৩.৬৮
মোট প্রার্থী: