দৈনিক সংক্রমণ ১০-এর নীচে একটি জেলায়, দেখে নিন আপনার জেলার করোনা পরিস্থিতি কেমন…
শনিবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮৬ জন। মৃত্যু হয়েছে ৮১ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ৩ হাজার ১৪৯ জন। সুস্থতার হার ৯৭.৭৩ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৬২ হাজার ২৭৬টি।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সুস্থতার পথে এগোচ্ছে বাংলা। জেলায় জেলায় দ্রুতগতিতে কমছে সংক্রমণ। একটি বা দু’টি জেলা বাদ দিলে বাকি সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে হু-হু করে। রাজ্যে সব জেলায় সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। যদিও মৃত্যুর হার এখনও কিছুটা চিন্তার কারণ হয়ে রয়েছে। তবে আগামী সময় সেটাও কমে আসবে বলেই আশা করা হচ্ছে। একনজরে দেখে নিন রাজ্যের সামগ্রিক সংক্রমণের ছবিটা কেমন।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১১৩। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত জন ১১৫। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৯ জন। শুক্রবার-০, শনিবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ২০১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৩ জন। শুক্রবার-০, শনিবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৩০১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৪ জন। শুক্রবার-৩, শনিবার-৩।
কালিম্পং– গতকাল আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬ জন। শুক্রবার-০, শনিবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৩০৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯২। শুক্রবার-৫, শনিবার-৮।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। শুক্রবার-১, শনিবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮ জন। শুক্রবার-১, শনিবার-১।
মালদহ– গতকাল আক্রান্ত ৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০ জন। শুক্রবার-০, শনিবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। শুক্রবার-২, শনিবার-২।
নদিয়া– গতকাল আক্রান্ত ৩২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬৮ জন। শুক্রবার-১০, শনিবার-৪।
বীরভূম– গতকাল আক্রান্ত ৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫০ জন। শুক্রবার-১, শনিবার-২।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। শুক্রবার-০, শনিবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯০ জন। শুক্রবার-৪, শনিবার-২।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। শুক্রবার-০, শনিবার-১।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৬ জন। শুক্রবার-১, শনিবার-২।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৯ জন। শুক্রবার-৫, শনিবার-৩।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১০৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮০ জন। শুক্রবার-৪, শনিবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৩ জন। শুক্রবার-৪, শনিবার-২।
হাওড়া– গতকাল আক্রান্ত ৩৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৮ জন। শুক্রবার-২, শনিবার-৫।
হুগলি– গতকাল আক্রান্ত ৩৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৮ জন। শুক্রবার-৬, শনিবার-৭।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৭৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২৫ জন। শুক্রবার-২০, শনিবার-১৯।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৩২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৯ জন।শুক্রবার-৫, শনিবার-৬।
কলকাতা– গতকাল আক্রান্ত ৪২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২৪ জন। শুক্রবার-২০, শনিবার-১৪।
অন্যদিকে, শনিবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮৬ জন। মৃত্যু হয়েছে ৮১ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ৩ হাজার ১৪৯ জন। সুস্থতার হার ৯৭.৭৩ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৬২ হাজার ২৭৬টি।





