কলকাতায় কমল আক্রান্ত ও মৃতের সংখ্যা, ৫ জেলায় মৃত্যু ০, দেখে নিন আপনার জেলার কোভিড চিত্র

রবিবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২ জন। মৃত্যু হয়েছে ১০৭ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৫ হাজার ৮৮২ জন। সুস্থতার হার ৯৬.৩৭ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৭০ হাজার ৫৩টি।

কলকাতায় কমল আক্রান্ত ও মৃতের সংখ্যা, ৫ জেলায় মৃত্যু ০, দেখে নিন আপনার জেলার কোভিড চিত্র
অলঙ্করণ: অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: Jun 06, 2021 | 11:09 PM

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সুস্থতার পথে এগোচ্ছে বাংলা। ৪১ দিন পর গত মঙ্গলবার প্রথমবার দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে ১০ হাজারের নীচে। জেলায় জেলায় দ্রুতগতিতে কমছে সংক্রমণ। একটি বা দু’টি জেলা বাদ দিলে বাকি সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে হু-হু করে। কলকাতাতেও কমছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। রাজ্যে সব জেলাতেই সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। যদিও মৃত্যুর হার এখনও কিছুটা চিন্তার কারণ হয়ে রয়েছে। ভাবাচ্ছে উত্তর ২৪ পরগনাও। তবে আগামী সময় সেটাও কমে আসবে বলেই আশা করা হচ্ছে। একনজরে দেখে নিন রাজ্যের সামগ্রিক সংক্রমণের ছবিটা কেমন।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৪০। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪৯ জন। শনিবার মৃত-০, রবিবার মৃত্যু-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ২৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯৯ জন। শনিবার মৃত-০, রবিবার মৃত্যু-১।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৩৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৬০ জন। শনিবার মৃত-২, রবিবার মৃত-৩।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৭ জন। শনিবার মৃত-১, রবিবার মৃত-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৬৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৫৯। শনিবার মৃত-১২, রবিবার-৩।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৯ জন। শনিবার মৃত-০, রবিবার মৃত-৩।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৩ জন। শনিবার মৃত-০, রবিবার মৃত-১।

মালদহ– গতকাল আক্রান্ত ৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯১ জন। শনিবার মৃত-০, রবিবার মৃত-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৪ জন। শনিবার মৃত-৪, রবিবার-৩।

নদিয়া– গতকাল আক্রান্ত ৪৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৩৩ জন। শনিবার মৃত-১৩, রবিবার-৫।

বীরভূম– গতকাল আক্রান্ত ৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৬ জন। শনিবার মৃত-১, রবিবার-১।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৪ জন। শনিবার মৃত-০, রবিবার মৃত-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২৮ জন। শনিবার মৃত-১, রবিবার-৩।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২৩ জন। শনিবার মৃত-০, রবিবার মৃত-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩০৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৪৬ জন। শনিবার মৃত-৫ রবিবার মৃত-৪।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭৫। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮০৭ জন। শনিবার মৃত-১ রবিবার মৃত-৩।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০৮ জন। শনিবার মৃত-২, রবিবার মৃত- ৬।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪৫ জন। শনিবার মৃত-৩, রবিবার মৃত- ১ জন।

হাওড়া– গতকাল আক্রান্ত ৪৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৯৭ জন। শনিবার মৃত-৬, রবিবার মৃত- ৬।

হুগলি– গতকাল আক্রান্ত ৪৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯১৫ জন। শনিবার মৃত-৩।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৬৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৩৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২৭৭ জন। শনিবার মৃত-২৮, রবিবার-৩৪ জন।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৪৫ জন। শনিবার মৃত-১১, রবিবার মৃত-৪।

কলকাতা– গতকাল আক্রান্ত ৭৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪৫। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৪৭ জন। শনিবার মৃত-২৩, রবিবার মৃত-২৩।

অন্যদিকে, রবিবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২ জন। মৃত্যু হয়েছে ১০৭ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৫ হাজার ৮৮২ জন। সুস্থতার হার ৯৬.৩৭ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৭০ হাজার ৫৩টি।