৭ জেলায় নতুন করে মৃত্যু হয়নি, দেখে নিন আপনার জেলায় সংক্রমণের ছবিটা কেমন

মঙ্গলবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২৭ জন। মৃত্যু হয়েছে ৯৮ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১২ হাজার ২৯০ জন। সুস্থতার হার ৯৭.৪৭ শতাংশ।

৭ জেলায় নতুন করে মৃত্যু হয়নি, দেখে নিন আপনার জেলায় সংক্রমণের ছবিটা কেমন
অলঙ্করণ: অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: Jun 08, 2021 | 11:23 PM

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সু্স্থতার পথে এগোচ্ছে বাংলা। ৩৪ দিন পর মঙ্গলবার প্রথমবার দৈনিক মৃত্যুর সংখ্যা নেমেছে ১০০-র নীচে। জেলায় জেলায় দ্রুতগতিতে কমছে সংক্রমণ। একটি বা দু’টি জেলা বাদ দিলে বাকি সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে হু-হু করে। রাজ্যে সব জেলায় সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। যদিও মৃত্যুর হার এখনও কিছুটা চিন্তার কারণ হয়ে রয়েছে। তবে আগামী সময় সেটাও কমে আসবে বলেই আশা করা হচ্ছে। একনজরে দেখে নিন রাজ্যের সামগ্রিক সংক্রমণের ছবিটা কেমন।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৯৪। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭৫ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার মৃত-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ২৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭০ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার মৃত-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৩৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৬৯ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার মৃত-৩।

কালিম্পং– গতকাল আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮১ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার মৃত-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৭২। সোমবার মৃত-১০, মঙ্গলবার মৃত-৩।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬০ জন। সোমবার মৃত-১, মঙ্গলবার মৃত-৫।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৭ জন। সোমবার মৃত-৩, মঙ্গলবার মৃত-১।

মালদহ– গতকাল আক্রান্ত ৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫২ জন। সোমবার মৃত-0, মঙ্গলবার মৃত-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৩ জন। সোমবার মৃত-২, মঙ্গলবার মৃত-৩।

দেখুন করোনার জেলাওয়াড়ি ছবি

নদিয়া– গতকাল আক্রান্ত ৩৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭১৫ জন। সোমবার মৃত-৬, মঙ্গলবার মৃত-৬।

বীরভূম– গতকাল আক্রান্ত ২০১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৯ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার মৃত-৪।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭১ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার মৃত-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪৪ জন। সোমবার মৃত-১, মঙ্গলবার মৃত-১।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৫। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৭ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার মৃত-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৭৮ জন। সোমবার মৃত-৫, মঙ্গলবার মৃত-১।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭২২ জন। সোমবার মৃত-১, মঙ্গলবার মৃত-২।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২০ জন। সোমবার মৃত-৩, মঙ্গলবার মৃত-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯০ জন। সোমবার মৃত-৪, মঙ্গলবার মৃত-৪।

হাওড়া– গতকাল আক্রান্ত ৩৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৭৮ জন। সোমবার মৃত-১, মঙ্গলবার মৃত-৩।

হুগলি– গতকাল আক্রান্ত ৪৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭২০ জন। সোমবার মৃত-৫, মঙ্গলবার মৃত-৫।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১১৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১০৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫৯৮ জন। সোমবার মৃত-৩২, মঙ্গলবার মৃত-২৭।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৩৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৯৩ জন। সোমবার মৃত-৬, মঙ্গলবার মৃত-৯।

কলকাতা– গতকাল আক্রান্ত ৬১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৪৬ জন। সোমবার মৃত-২৩, মঙ্গলবার মৃত-২১।

অন্যদিকে, মঙ্গলবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২৭ জন। মৃত্যু হয়েছে ৯৮ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১২ হাজার ২৯০ জন। সুস্থতার হার ৯৭.৪৭ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৬০ হাজার ১৭৬ টি।