Bangsihari: হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ, গ্রেফতার যুবক
Bangsihari: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় মাস দু'য়েক আগে ওই যুবক বুনিয়াদপুর - রায়গঞ্জগামী রাজ্য সড়কের টোল গেট সংলগ্ন চাঁদমুখ এলাকায় ফাঁকা জায়গায় একটি লাইন হোটেল খোলে। অভিযোগ, প্রথম থেকেই হোটেল ব্যবসার পাশাপাশি ওই হোটেল মালিক মদ সহ বাইরে থেকে যৌনকর্মীদের এনে মধুচক্রের ব্যবসা চালাতো ওই যুবক।

বংশীহারী: হোটেলে মধুচক্রের আসর চালানোর অভিযোগে গ্রেফতার হল এক হোটেল মালিক। ধৃত হোটেল মালিকের নাম জয়ন্ত মণ্ডল(৩২)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারীর থানার বদলপুর এলাকায়। রবিবার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় মাস দু’য়েক আগে ওই যুবক বুনিয়াদপুর-রায়গঞ্জগামী রাজ্য সড়কের টোল গেট সংলগ্ন চাঁদমুখ এলাকায় ফাঁকা জায়গায় একটি লাইন হোটেল খোলে। অভিযোগ, প্রথম থেকেই হোটেল ব্যবসার পাশাপাশি ওই হোটেল মালিক মদ সহ বাইরে থেকে যৌনকর্মীদের এনে মধুচক্রের ব্যবসা চালাতো ওই যুবক। আশেপাশের বেশ কয়েকটি গ্রামের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কায় এলাকাবাসীরা প্রশাসনের দ্বারস্থ হয়। অবশেষে প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করা হল ওই হোটেল। গ্রেফতার করা হয় ওই হোটেল মালিককে। গতকাল রাতেই লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসীরা। রবিবার অভিযুক্ত যুবককে নির্দিষ্ট ধারায় মামলা করে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়।
গতকাল দুপুরে গ্রামবাসীরা লক্ষ্য করেন ফাঁকা রাস্তার ধারে ওই হোটেলের সামনে কয়েকজন মহিলা ঘোরাঘুরি করছে। কৌতূহল বসত কয়েকজন মিলে হোটেলের সামনে যেতেই মেয়েগুলি দৌড়াদৌড়ি করে পালিয়ে যায়। হোটেলে উপস্থিত হোটেল মালিক জয়ন্ত মণ্ডল ও সুনীল সরকারকে প্রশ্ন করলে তাহারা বিষয়টিকে এড়িয়ে ধামাচাপা দেবার চেষ্টা করেন। একজন মহিলাকে ধরে ফেলেন স্থানীয়রা ৷ তাকে জিজ্ঞাসাবাদ করলে মধুচক্রের ব্যবসার কথা স্বীকার করে নেন। পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।





