Mamata Banerjee: বহুদিন পর বালুরঘাটে সভা করতে পারেন মমতা, মুখিয়ে দল, এলাকাবাসীও
Balurghat: বালুরঘাট পুলিশ লাইনে হেলিপ্যাড হচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের ব্যবস্থা তুঙ্গে। শুক্রবার বিকাল থেকে সভামঞ্চ তৈরির কাজ শুরু হবে। মমতার সভা ঘিরে ইতিমধ্যেই উন্মাদনার পারদ চড়ছে। বালুরঘাটে মেডিক্যাল কলেজের দাবি দীর্ঘদিনের। এ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন।
বালুরঘাট: ২০১২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে এসেছিলেন সভা করতে। এরপর জেলায় একাধিক প্রশাসনিক বৈঠক করতে এসেছেন। তবে বহুদিন পর সভা করতে চলেছেন বলে দলের অন্দরে খবর। আগামী ৩০ জানুয়ারি বালুরঘাটে প্রশাসনিক সভা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশাসনিক সভাই নয়, মুখ্যমন্ত্রী রাতে এখানেই থাকবেন বলেও খবর। সার্কিট হাউজে রাতে থাকার কথা তাঁর। জেলা তৃণমূলের সহসভাপতি সুভাষ চাকি বলেন, “দক্ষিণ দিনাজপুরে এই নিয়ে পঞ্চমবার আসতে চলেছেন। গঙ্গারামপুর, দুই জেলা মিলেও করেছেন। এবার বালুরঘাটে আসবেন। রাজনৈতিকভাবে শুনছি উনি একটা জনসভা করতে পারেন। দলীয়ভাবে নির্দেশ এলে আমরা তার জন্যও প্রস্তুত।”
শুক্রবার দুপুরে বালুরঘাট স্টেডিয়ামে নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখেন জেলা প্রশাসনিক আধিকারিক। ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তলও। ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি চলছে। জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, “৩০ তারিখ বালুরঘাট স্টেডিয়ামে অনুষ্ঠান আছে। তারই প্রস্তুতি হচ্ছে। আমরা সবরকম প্রস্তুতি নিচ্ছি।”
বালুরঘাট পুলিশ লাইনে হেলিপ্যাড হচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের ব্যবস্থা তুঙ্গে। শুক্রবার বিকাল থেকে সভামঞ্চ তৈরির কাজ শুরু হবে। মমতার সভা ঘিরে ইতিমধ্যেই উন্মাদনার পারদ চড়ছে। বালুরঘাটে মেডিক্যাল কলেজের দাবি দীর্ঘদিনের। এ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন।
তবে মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, প্রশাসনিক বৈঠক করলেও সেখানে বিজেপি বিধায়ক ও সাংসদদের ডাকা হয় না। তবে বালুরঘাট তথা জেলার উন্নয়নের স্বার্থে তাঁর সহযোগিতা লাগলে তিনি তার জন্য তৈরি। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূলের সহ সভাপতি সুভাষ চাকি। বলেন, সবটা প্রশাসনিক স্তরে হয়। দলীয় রাজনীতির কিছু নেই।