
বংশীহারী: স্বামী-স্ত্রীর মধ্যে বচসা। তাদের আটকাতে গিয়ে ছুরিকাহত হলেন দুই পুলিশ কর্মী। আক্রান্ত দুই পুলিশ কর্মীকে চিকিৎসার জন্য গঙ্গারামপুর মহকুমা হাসপাতলে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত বিপুল হাজরা (৪০) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে বংশীহারী থানার পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তি গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের গাড়ির চালক বলে সূত্রের খবর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি বিধায়ক।
জানা গিয়েছে,অভিযুক্ত ব্যক্তি তাঁর স্ত্রীকে মারধর করছিল। বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে আসছিল। সেই সময় পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সে। এ দিকে, অভিযুক্তের স্ত্রীকে স্থানীয়রা বংশীহারী রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। জানতে পেয়ে অভিযুক্ত ওই ব্যক্তি হাসপাতালে গিয়ে স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে।
ঘটনায় কর্তব্যরত পুলিশকর্মীরা বাধা দিলে পরে তাঁদের মারধর করা হয় বলে দাবি। এরপর অভিযুক্তকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন পুলিশ কর্মীরা। অভিযোগ, তখনই ছুরি দিয়ে দুই পুলিশ কর্মীকে আহত করে অভিযুক্ত বিপুল। বর্তমানে আহত পুলিশ কর্মীরা গঙ্গারামপুরে হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ প্রসঙ্গে বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন, “আমি শুনলাম ঘটনাটা। আমার শুনে মনে হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয়। পুলিশের গায়ে যদি আঘাত করে তাহলে মোটেই তা উচিত নয়।” আক্রান্ত পুলিশ কর্মী বিজয় তামাং বলেন,”পারিবারিক ঝামেলা। আমি এসেছিলাম মেটাতে। তখনই ধরাল কিছু চালিয়ে দেয়।”