CPM vs TMC: মুখোমুখি TMC-CPM, বালুরঘাটে দুই দলের সভা ঘিরে উত্তেজনা চরমে
Balurghat: শনিবার সন্ধেয় বালুরঘাট বাস স্ট্যান্ডে দুই দলের কর্মসূচিকে ঘিরেই উত্তেজনা ছড়ায়। অবশেষে ১০০ মিটারের মধ্যেই পুলিশি পাহারায় দুই দল পথ সভা করে। যাকে ঘিরে চরম বিশৃঙ্খলা ছড়ায়। যাকে ঘিরে দুই দলের কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়।

বালুরঘাট: তুমুল অশান্তি বালুরঘাটে। সেখানে সম্মুখ-সমরে তৃণমূল-সিপিএম। বামেদের মাইক ছেড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা শাসকদলের দাবি, সিপিএম-এর তরফে শ্লীলতাহানি করা হয়েছে মহিলা তৃণমূল কর্মীদের। পরবর্তীতে পুলিশ এসে গোটা বিষয়টি সামাল দেয়।
সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হয়েছে। এমন পরিস্থিতিতে যোগ্যদের চাকরিতে বহাল করা ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শনিবার সন্ধেয় বালুরঘাট বাস স্ট্যান্ডে পথ সভা করছিল CPM। অন্যদিকে, জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা বালুরঘাট বাস স্ট্যান্ডে ছিল বালুঘাট টাউন তৃণমূল কংগ্রেস। একই জায়গায় সিপিআইএমে-র কর্মসূচি ও তৃণমূলের কর্মসূচিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট বাসস্ট্যান্ড চত্বরে।
শনিবার সন্ধেয় বালুরঘাট বাস স্ট্যান্ডে দুই দলের কর্মসূচিকে ঘিরেই উত্তেজনা ছড়ায়। অবশেষে ১০০ মিটারের মধ্যেই পুলিশি পাহারায় দুই দল পথ সভা করে। যাকে ঘিরে চরম বিশৃঙ্খলা ছড়ায়। দুই দলের কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। অভিযোগ, সিপিআইএমের মাইকের তার ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই সময় নিজের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করে তৃণমূল। মাইকের তার জোড়া দিয়ে বক্তব্য শুরু করে সিপিআইএম। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর কেন সভা চলছে তা নিয়ে পালটা সরব হয় তৃণমূল? সেই সময় বামফ্রন্ট নেতাদের বক্তব্য সারিবদ্ধ ভাবে শোনেন তৃণমূল নেতা কর্মীরা। যদিও অনুষ্ঠান শেষ করানোর জন্যই তৃণমূল নেতৃত্বরা দাঁড়িয়ে ছিল বলেই দাবি তাঁদের।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। তাদের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। তৃণমূলের তরফে দাবি করা হয়, মিছিল চলাকালীন তাদের মহিলা কর্মীদের শ্লীলতাহানি করেছে সিপিআইএম। এর প্রতিবাদ করেছিলেন তাঁরা। অন্যদিকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পথসভা বাতিল করার চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস। তার জন্য এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিল তারা বলে পাল্টা দাবি সিপিআইএমে।
সিপিআইএম-এর ভারপ্রাপ্ত সম্পাদক কল্যাণ দাস বলেন, “আমাদের কর্মসূচি চলছিল। আমাদের স্লোগান চলছিল। তখনই দেখি তৃণমূলের পক্ষ থেকে একটি মিছিল আসে। ওরা আমাদের মিছিল বন্ধের চেষ্টা করে।” বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম রাম মণ্ডল বলেন, “আমাদের মিছিল হাইস্কুল মাঠ পরিক্রম করে এসেছে। তখন দেখি বামেরা পথসভা করছে। ওরা আমাদের দলের মেয়েদের কটুক্তি করছিল। আমরা সরে গিয়ে অপেক্ষা করতে থাকি।”





