Balurghat Suicide: বন্ধুদের সঙ্গে ভিনরাজ্যে যেতে বারণ করেছিলেন বাবা, পরে ছেলের কীর্তি দেখে থতমত হয়ে গেলেন প্রতিবেশীরা

Balurghat: বিষয়টি গতকাল রাতে পরিবারের নজরে আসতে চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশকে।

Balurghat Suicide: বন্ধুদের সঙ্গে ভিনরাজ্যে যেতে বারণ করেছিলেন বাবা, পরে ছেলের কীর্তি দেখে থতমত হয়ে গেলেন প্রতিবেশীরা
মর্মাহত বাবা (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2022 | 6:11 PM

বালুরঘাট: ভিনরাজ্যে বন্ধুদের সঙ্গে কাজ করতে যেতে চাইছিলেন ছেলে। তবে পরিবারের অমত ছিল। কারণ একে ছেলে ছোট, তার উপর আবার বন্ধুদের সঙ্গে যাওয়ার পরিকল্পনা। তাই স্বাভাবিক ভাবেই আপত্তি ছিল বাবার। কিন্তু বন্ধুরা চলে যাবে, নিজে যেতে পারবেন না বিষয়টি মেনে নিতে না পারায় শেষমেশ নিজেকেই শেষ করে দিলেন যুবক।

সোমবার বিকেলে বন্ধুরা ভিন রাজ্যের উদ্দেশে গ্রাম থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই যুবক। মৃতের নাম আপুন সোরেন (১৮)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েতের বিজয়শ্রীর ধলতারা এলাকায়৷ বিষয়টি গতকাল রাতে পরিবারের নজরে আসতে চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়৷ এদিকে ঘটনার খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, আপুন অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছিলেন। তারপর থেকেই তিনি রাজমিস্ত্রির শ্রমিক হিসেবেই কাজ করছিলেন। আপুনের দাদার বিয়ে হয় গত দু’দিন আগে। এদিকে, আপুনের সব বন্ধুরা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে যাবে জন্য তাঁকেও বলে ৷ বন্ধুদের সঙ্গে ভিন রাজ্যে কাজ করতে যাবেন বাড়িতে জানায় আপুন। কিন্তু তাঁর পরিবার ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার জন্য বাধা দেয়। বিশেষ করে আপুনের বাবা বারণ করেন যেতে। সেই কারণে বন্ধুরা চলে যেতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই যুবক ৷ পরে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যায়।

এই বিষয়ে মৃতের বাবা মিস্ত্রী সরেন বলেন, “আমার ছেলে বন্ধুদের সঙ্গে ভিন রাজ্যে কাজ করতে যেতে চাইছিল। ছেলের বয়স হয়নি তাই যেতে দিইনি। সেই অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল। বন্ধুরা গ্রাম ছেড়ে যেতেই এমন কাজ করল।”

আরও পড়ুন: Basirhat Women Harassment: প্রতি রাতে একা মহিলার বাড়িতে ঢুকতেন বিএসএফ জওয়ান, জানাজানি হতেই রহস্য ফাঁস

আরও পড়ুন: Bangaon Crime: চায়ের আড্ডায় বন্ধুর সঙ্গে স্ত্রীর পরকীয়া শুনে ফেলেছিলেন, রাগের মাথায় স্বামী যা করলেন কেউ কল্পনা করেননি