Fake NIA: ‘আমরা NIA’, পরে ফাঁস হল আসল ঘটনা

ধৃতরা হল-এসান আহমেদ, রেহান বাবর এবং মানিক রায়। তাঁদের মধ্যে দু’জনের বাড়ি পাঞ্জিপাড়ায়। আরেকজনের বাড়ি শিলিগুড়িতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি ছোট গাড়ি, একটি স্কুটি,নগদ ১৩ হাজার টাকা এবং ছ'টি মোবাইল ফোন।

Fake NIA: আমরা NIA, পরে ফাঁস হল আসল ঘটনা
প্রতীকী ছবিImage Credit source: IANS

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 23, 2025 | 5:18 PM

শিলিগুড়ি: জাতীয় তদন্ত সংস্থার (NIA) পরিচয় দিয়ে শিলিগুড়ি শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছিল তিন যুবক। তদন্তের নামে ঘরে-ঘরে গিয়ে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ। আর তারপরই নড়েচড়ে বসল পুলিশ। শেষ পর্যন্ত স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টের যৌথ অভিযানে ধরা পড়ল তিন ভুয়ো অফিসার।

সূত্রের খবর, সম্প্রতি মাটিগাড়া থানা এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে তদন্ত করতে যায় ওই তিনজন। সেখানে নিজেদের NIA অফিসার দাবি করে। এরপর নথি যাচাইয়ের নামে ভয় দেখিয়ে আদায় করা হয় এক লক্ষ টাকা। পরে আরও টাকা দাবি করায় সন্দেহ জাগে ওই ব্যবসায়ীর। তিনিই প্রথম পুলিশকে বিষয়টি জানান। অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। দ্রুত পরিকল্পনা করে অভিযান চালায় SOG ও DD। অভিযানের সময় তিনজনকে গ্রেফতার করা হয়।

ধৃতরা হল-এসান আহমেদ, রেহান বাবর এবং মানিক রায়। তাঁদের মধ্যে দু’জনের বাড়ি পাঞ্জিপাড়ায়। আরেকজনের বাড়ি শিলিগুড়িতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি ছোট গাড়ি, একটি স্কুটি,নগদ ১৩ হাজার টাকা এবং ছ’টি মোবাইল ফোন। ভুয়ো পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালানো হচ্ছিল কি না,তা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে। নিজেদের হেফাজতে নিয়েই জিজ্ঞাসাবাদ চালাতে চাইছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট।তদন্তকারীদের দাবি-আরও বড় চক্র যুক্ত থাকতে পারে,খতিয়ে দেখা হচ্ছে সবদিক।