Siliguri: জিএসটি অফিসার সেজে ‘তোলাবাজির’ অভিযোগ, শিলিগুড়িতে গ্রেফতার ৩ তৃণমূল নেতা

Prasenjit Chowdhury | Edited By: জয়দীপ দাস

Feb 21, 2024 | 2:15 PM

Siliguri: শিলিগুড়ির শহর সংলগ্ন ফুলবাড়ি বাইপাস টোলগেট এলাকায় একটি সাদা গাড়িতে জিএসটির বোর্ড লাগিয়ে তিন যুবক যানবাহন দাড় করিয়ে তল্লাশি করছিল। এমন সময় নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সাদা পোশাকের টিম ওই তিন যুবককে হাতেনাতে ধরে ফেলে।

Siliguri: জিএসটি অফিসার সেজে ‘তোলাবাজির’ অভিযোগ, শিলিগুড়িতে গ্রেফতার ৩ তৃণমূল নেতা
শোরগোল এলাকার রাজনৈতিক মহলে
Image Credit source: TV-9 Bangla

Follow Us

শিলিগুড়ি: নিজেদের জিএসটি অফিসার পরিচয় দিয়ে চলছিল তোলাবাজির কাজ। কিন্তু, শেষ রক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল পুলিশ। ধরা পড়ে গেল তিন যুবক। অভিযোগ, দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি-সহ ফুলবাড়ির বিভিন্ন এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে জিএসটি আধিকারিক পরিচয় দিয়ে যানবাহন থামিয়ে তল্লাশি এবং তোলা আদায়ের চেষ্টা চালাচ্ছিল তিনজন যুবক। সেই অভিযোগের ভিত্তিতে ফুলবাড়ি থেকে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল তাঁদের আদালতে তোলা হয়। বেশ কয়েকবার পুলিশের কাছে এই বিষয়টির খবর এসেছিল বলেও জানা গিয়েছে। তারপর থেকেই বেড়েছিল তৎপরতা।  

সোমবার রাতে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সেই সময় শিলিগুড়ির শহর সংলগ্ন ফুলবাড়ি বাইপাস টোলগেট এলাকায় একটি সাদা গাড়িতে জিএসটির বোর্ড লাগিয়ে তিন যুবক যানবাহন দাড় করিয়ে তল্লাশি করছিল। এমন সময় নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সাদা পোশাকের টিম ওই তিন যুবককে হাতেনাতে ধরে ফেলে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। 

অভিযুক্ত তিন যুবকের বাড়ি বাগডোগরাতে বলে জানা গিয়েছে। ধৃতদের নাম শুভজিৎ ঘোষ, রুপেশ তীরকি ও পার্থ ঘোষ। ধৃতদের নিয়ে আসা জিএসটি বোর্ড লাগানোর সাদা রংয়ের একটি চারচাকা গাড়িও আটক করা হয়েছে। ধৃতরা এর আগেও এমন কাজ করেছে বলে স্বীকারও করেছে। 

সূত্রের খবর, তিনজনই যুব তৃণমূলের সক্রিয় নেতা বলেই এলাকায় পরিচিত। দলের জেলা সভানেত্রীর অত্যন্ত ঘনিষ্ট এবং বিভিন্ন কর্মসূচিতে এরাই বাগডোগরায় নেতৃত্ব দিতেন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে হইচই শুরু হয়েছে। রাজনৈতিক মহলে চলছে চাপানউতোর। জেলা তৃণমূলের মুখপত্র বেদব্রত দত্ত বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। যদি কেউ এসবে যুক্ত থাকে পুলিশ পদক্ষেপ করবে। বহু মানুষ নানা কর্মসূচিতে আসেন। কে কেমন কিভাবে জানব? আক্রমণ শানিয়েছে পদ্ম শিবির। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, চুরি, তোলাবাজি তৃণমূলের সংস্কৃতি। তাই লুটে খাচ্ছে। পুলিশ বুঝতে না পেরে ধরে ফেলেছে। এখন গিলতে হচ্ছে। 

Next Article