ATM-এ কার্ড আটকাতেই ফোনে এল মেসেজটা! ‘হেল্পলাইনে’ হেল্প চাইতেই এটা ঘটে যাবে ভাবতেই পারছেন না শিলিগুড়ির প্রসেনজিত

ATM Fraud: এতকিছু করার পরেও অবশ্য এটিএম থেকে কার্ড বের হয়নি বলেই জানাচ্ছেন প্রসেনজিৎ। হেল্প লাইনে ফোন করে সে কথাও জানান। সেখান থেকে একটি ঠিকানা দেওয়ায়। এদিকে এটিএম কার্ড যাওয়ায় তখন চরম উদ্বেগে ওই ব্যক্তি। হেল্প লাইনের দেওয়া ঠিকানায় চলেও যান সমস্যা সমাধানের জন্য।

ATM-এ কার্ড আটকাতেই ফোনে এল মেসেজটা! ‘হেল্পলাইনে’ হেল্প চাইতেই এটা ঘটে যাবে ভাবতেই পারছেন না শিলিগুড়ির প্রসেনজিত
Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 16, 2025 | 1:29 PM

শিলিগুড়ি: এটিএমে আটকে যাচ্ছে কার্ড, আর তারপরেই সব শেষ! ফাঁকা হয়ে যাচ্ছে অ্য়াকাউন্ট। কলকাতা হোক বা শিলিগুড়ি, বিগত কয়েকদিন রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার আসছে প্রতারণার খবর। উদ্বেগ বাড়ছে নাগরিক মহলে। শিলিগুড়িতে প্রধান নগরে এক বেসরকারি ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে এসেছিলেন প্রসেনজিৎ চক্রবর্তী। কার্ড আটকে যাওয়ায় কী করবেন বুঝতে না পেরে এটিএমে থাকা ‘হেল্পলাইনে’ ফোন করেন তিনি। ও প্রান্ত থেকে এটিএমে কিছু নম্বর টিপতে বলার পর এটিএমে পিন দিতে বলা হয়। 

এতকিছু করার পরেও অবশ্য এটিএম থেকে কার্ড বের হয়নি বলেই জানাচ্ছেন প্রসেনজিৎ। হেল্প লাইনে ফোন করে সে কথাও জানান। সেখান থেকে একটি ঠিকানা দেওয়ায়। এদিকে এটিএম কার্ড যাওয়ায় তখন চরম উদ্বেগে ওই ব্যক্তি। হেল্প লাইনের দেওয়া ঠিকানায় চলেও যান সমস্যা সমাধানের জন্য। কিন্তু, সে গুড়ে বালি।

প্রসেনজিতবাবু জানাচ্ছেন, সেখানে গিয়ে দেখা যায় ওই ঠিকানায় কোনও এটিএম তো দূর কোনও ব্যাঙ্কই নেই। ফের সোজা চলে আসেন আগের জায়গায়। এটিএমে ঢুকে দেখেন কার্ড উধাও। আর তখনই ফোনে আসে মেসেজগুলো। দেখা যায় অন্তত দু’বারে তাঁর অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। প্রসেনজিৎ বলেন, “স্ত্রীর এটিএম নিয়ে টাকা তুলতে এসেছিলাম। স্কিমিং মেশিন লাগানো ছিল কিনা বুঝিনি। আমি যে নম্বরটিতে ফোন করেছিলাম ওটা যে ভুয়ো পরে জানতে পারি। আমার ঘটনা জানার পর এটিএমের লোকজন এসে ওটা মুছে দেয়।”