কার্শিয়াং: টয়ট্রেনের ধাক্কায় গুরুতর জখম এক যুবতী। ধাক্কা মারার পর তাকে বেশ কিছুটা টেনে নিয়ে যায় টয়ট্রেনটি। গুরুতর জখম হন যুবতী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সোমবার দার্জিলিং থেকে শিলিগুড়ি যাচ্ছিল টয়ট্রেনটি। দুর্ঘটনাটি ঘটে কার্শিয়াঙে। আচমকা টয়ট্রেনের সামনে চলে আসেন যুবতী। তাঁকে ধাক্কা মেরে কিছুটা টেনে নিয়ে যায় টয়ট্রেনটি। সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁকে উদ্ধার করে কার্শিয়াং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। জানা গিয়েছে, যুবতীর বাড়ি মাকাইবাড়ি চা বাগানের অন্তর্গত কয়লাপানি এলাকায়। এদিন কাজের জন্য কার্শিয়াং এসেছিলেন।
এর আগে গতবছরের জুনে কার্শিয়াঙে টয়ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল বছর ষোলোর এক কিশোরের। কার্শিয়াং রেল স্টেশনে টয়ট্রেনটি ঢোকার সময় রেললাইনে পড়ে যায় ওই কিশোর। টয়ট্রেনের পিছনের কামরায় পিষ্ট হয়ে যায় সে।
তার আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কার্শিয়াঙের তিনধারিয়ায় টয়ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছিল। আচমকা টয়ট্রেনের লাইনে চলে এসেছিলেন তিনি। টয়ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।