
শিলিগুড়ি: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনা! প্রায়শই বাংলার নানা প্রান্ত থেকে আসে এই খবর। কিন্তু, তাই বলে বিয়ের দাবিতে প্রেমিকার দুর্বল মুহূর্তের ছবি নিয়ে প্রেমিকারই ধরনা? এদিন এমনই দৃশ্য দেখা গেল দক্ষিণ শান্তিনগরের এলাকায়। প্রেমিকার সঙ্গে কাটানো বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্ল্য়াকার্ডে সাঁটিয়ে ধরনায় বসলেন এলাকারই এক যুবক। যা নিয়ে দিনভর তুমুল চর্চা চলল শহরে। ২৩ নম্বর ওয়ার্ডের পলিটেকনিক কলেজের সামনে জমল কৌতূহলী জনতার ভিড়।
যুবকের দাবি, তাঁদের চার বছরের সম্পর্ক। এখন মেয়ের বাড়ির লোক তাঁদের সম্পর্ক মেনে নিতে চাইছে না। বেঁকে বসেছেন তরুণী নিজেও। তাতেই রেগে লাল ওই যুবক। বারবার ফোন করা হলেও কেউ ধরেনি ফোন। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে তাঁদের অন্তরঙ্গ ছবি ও হোয়াটসঅ্যাপ মেসেজ নিয়ে প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে পড়েন ওই যুবক। দৃশ্য দেখে থ এলাকার বাসিন্দারা।
কিছু সময়ের মধ্যেই খবর যায় শিলিগুড়ি থানায়। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপেই ধরনা থেকে তোলা সম্ভব হয় যুবককে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েও ক্ষোভ উগরে দেন। বলেন, “দীর্ঘ চার বছর ধরে আমাদের সম্পর্ক। অনেক টাকাও খরচ হয়েছে ওর পিছনে। আমাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু, এখন ওর পরিবার আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে না। তাই শেষ পর্যন্ত আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।” অন্যদিকে মেয়ের পরিবারের লোক আবার বলছে অন্য কথা। তাঁদের দাবি, তাঁদের মেয়েই আচমকা বেঁকে বসেছে। তাঁদের সাফ কথা, মেয়ে যখন বিয়ে করতে চাইছে না তখন আমরা কী করতে পারি। তবে আজকের ঘটনার তাঁরা আর কোনওভাবেই ওই ছেলেকে মেনে নেবেন না বলে জানাচ্ছেন। প্রয়োজনে পুলিশের দ্বারস্থ হওয়ার কথা বলছেন।