শিলিগুড়ি: আরজি কর কাণ্ডের প্রতিবাদে যখন ফুঁসছে গোটা দেশ, তখন ফের ধর্ষণের অভিযোগ বাংলার বুকে। এবার নিশানায় এক কিশোরী। শিলিগুড়ির কাওয়াখালিতে এ ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার কাওয়াখালি এলাকায় ঘুরতে নিয়ে গিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। রাতে বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়ে ওই কিশোরী। পরিবারের সদস্যদের সব জানায়। তারপরই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। দোষীদের কঠোর শাস্তির দাবিও উঠেছে।
নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ পাওয়ার পরই মাঠে নামে পুলিশ। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে এক নাবালক রয়েছে বলেও জানা যাচ্ছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানাচ্ছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। তিনি বলছেন, “মেয়েটির বাবা-মা প্রথম আমাদের কাছে আসেন। তাঁরাই জানান যে ওই মেয়েটিকে বকাবকি করা হয়েছিল। তারপরই এক বন্ধুকে ফোন করে মেয়েটি বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। তারপরই ওনারা শোনেন এই ঘটনা ঘটেছে। আমরা মেডিকেল করব। তবে ঘটনা ধর্ষণ না গণধর্ষণ তা তদন্ত করে দেখা হচ্ছে।”