শিলিগুড়ি: বুধবার দুপুর নাগাদ নিয়োগ পত্র হাতে পাবেন অনামিকা রায়। এরপর বৃহস্পতিবার শিলিগুড়ির আমবাড়ির স্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসাবে যোগ দিতে চলেছেন তিনি। তাঁর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনামিকা জানালেন, “স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের শেখাবো লড়াই করতে হয়। সত্যিটা মাটি খুঁড়ে বেরিয়ে আছে। জয় একদিন আসেই।”
অনামিকার চাকরি নিয়ে কম জলঘোলা হয়নি। রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল হওয়ার পর, সেই চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। কিন্তু, পরবর্তীতে ববিতা জড়ান নম্বর বিভ্রাটে। সেই কারণে চাকরি আবার বাতিল হয়। ববিতার খোয়ানো সেই পরেশ-কন্যার চাকরি শিলিগুড়ির অনামিকা রায়কে দেওয়ার নির্দেশ দেয় আদালত। হাইকোর্ট থেকে গত মে মাসে সেই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, এতদিনেও অনামিকার চাকরি হয়নি। এরপর সোমবার দুপুরে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেন। আর এরপরই তড়িঘড়ি পদক্ষেপ করে মধ্যশিক্ষা পর্ষদ।
গতকালই পর্ষদ জানিয়ে দেয় বুধবার অনামিকার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এ দিন, শিলিগুড়িতে একান্ত সাক্ষাৎকারে অনামিকা বলেন,”আমি খুশি। নানা টালবাহানার জেরে হতাশ লাগছিল। অবশেষে, গতকাল রাতে মধ্যশিক্ষা পর্ষদ জানায় আগামীকাল নিয়োগপত্র হাতে পাব। আজ কলকাতায় যাচ্ছি।”