Babita Sarkar: ‘কনফিউজিং প্রশ্ন’, কেমন পরীক্ষা হল, জানালেন ববিতা সরকার

Babita Sarkar: ববিতা সরকারের করা মামলাতেই প্রথম প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ ওঠে, অঙ্কিতার চাকরির ক্ষেত্রে বেনিয়ম হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি যায় অঙ্কিতার।

Babita Sarkar: কনফিউজিং প্রশ্ন, কেমন পরীক্ষা হল, জানালেন ববিতা সরকার
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 14, 2025 | 2:56 PM

শিলিগুড়ি: ববিতা সরকারের করা মামলাতেই প্রথম চর্চায় উঠে আসে নিয়োগ দুর্নীতি। সামনে আসে মন্ত্রীর মেয়ের বেআইনি নিয়োগ। যদিও কমিশনের ভুলে চাকরি পেয়েও চাকরি চলে যায় ববিতা সরকারের। এবার এসএসসি-র নতুন নিয়োগের পরীক্ষায় ফের অংশ নিলেন ববিতা সরকার। ৭ সেপ্টেম্বর, নবম-দশমের নিয়োগের পরীক্ষায় অংশ না নিলেও, আজ রবিবার একাদশ-দ্বাদশের নিয়োগের পরীক্ষায় অংশ নিয়েছেন ববিতা।

পরীক্ষা দিয়ে বেরিয়ে ববিতা সরকার জানান, পরীক্ষার প্রশ্নগুলো একটু কনফিউজিং ছিল, উত্তরগুলোও তাই। পরীক্ষা কেমন হয়েছে, প্রশ্ন করা হলে ববিতা বলেন, “খুব ভাল হয়নি, খুব খারাপও হয়নি। অনেক উত্তর জেনেও ভুলে যাচ্ছি। হয়ত বয়সের কারণে মনে করতে পারছি না।”

তবে যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তাঁরাই পরীক্ষা নিলেন বলে অভিযোগ করেন ববিতা। তিনি বলেন, “কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। পরীক্ষা মাঝারি হয়েছে। যারা দুর্নীতি করল, তাদের শাস্তি হয় নি। তারাই পরীক্ষা নিল।”

উল্লেখ্য, ববিতা সরকারের করা মামলাতেই প্রথম প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ ওঠে, অঙ্কিতার চাকরির ক্ষেত্রে বেনিয়ম হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি যায় অঙ্কিতার। সেই পদে চাকরি পান ববিতা। তবে ববিতার চাকরিও চলে যায়। জানা যায়, কমিশনের ভুলেই সেই চাকরি যায় ববিতার। আপাতত ফের পরীক্ষায় অংশ নিলেন তিনি।