BJP Rajyasabha MP: সাংসদ পদ পর্যন্ত ছাড়তে রাজি, বিস্ফোরক বিজেপির অনন্ত মহারাজ

Ananta Maharaj: অনন্ত মহারাজের কথায়, "বলে দেওয়া হয়েছে যে কেন্দ্রশাসিত অঞ্চল হবে না। আমি এখন লোককে বলব দিচ্ছে না কেন্দ্রশাসিত অঞ্চল। যাঁরা রাজবংশী মানুষ আছেন, তাঁদের কথাটাই আমি সরকারকে বলেছি। দেখছি তাঁদের কথাটা বলায় আমি অপরাধী হয়ে গিয়েছি। এখন আমিই যদি অপরাধী হয়ে থাকি। কোচবিহারের মানুষের কথা মতোই তো রাজ্যসভার সাংসদ হয়েছি। যদি মানুষ বলেন ছেড়ে দেব।"

BJP Rajyasabha MP: সাংসদ পদ পর্যন্ত ছাড়তে রাজি, বিস্ফোরক বিজেপির অনন্ত মহারাজ
বিস্ফোরক বিজেপির সাংসদ অনন্ত মহারাজ। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2024 | 1:10 PM

শিলিগুড়ি: লোকসভা ভোটের ঠিক আগে বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ অনন্ত মহারাজের। তাঁর দাবি, রাজ্য বিজেপির কেউ তাঁর সঙ্গে যোগাযোগ রাখে না। দাবি মেনে উত্তরবঙ্গ আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল না হওয়ায় লোকসভা ভোটের আগে ক্ষুব্ধ বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ।

অনন্ত মহারাজের কথায়, “বলে দেওয়া হয়েছে যে কেন্দ্রশাসিত অঞ্চল হবে না। আমি এখন লোককে বলব দিচ্ছে না কেন্দ্রশাসিত অঞ্চল। যাঁরা রাজবংশী মানুষ আছেন, তাঁদের কথাটাই আমি সরকারকে বলেছি। দেখছি তাঁদের কথাটা বলায় আমি অপরাধী হয়ে গিয়েছি। এখন আমিই যদি অপরাধী হয়ে থাকি। কোচবিহারের মানুষের কথা মতোই তো রাজ্যসভার সাংসদ হয়েছি। যদি মানুষ বলেন ছেড়ে দেব।”

এ প্রসঙ্গে উত্তরবঙ্গের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “আমরা তো আগেই জানি আলাদা রাজ্য হওয়া সম্ভব নয়। তেমনই কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া সম্ভব নয়। ওনাকে সেটা বোঝানোর চেষ্টা করেছি। উনি বোঝেননি। বিজেপির মিথ্যা প্রতিশ্রুতির উপর ভরসা করে উনি এতদিন বলে গিয়েছেন। দেরিতে হলেও অনন্ত মহারাজ বুঝলেন।”

অন্যদিকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “অনন্ত মহারাজকে আমরা সম্মান দিয়েছি। পশ্চিমবঙ্গ থেকে কেউ প্রথমবার বিজেপির হয়ে রাজ্যসভায় গিয়ে থাকলে সেটা অনন্ত মহারাজ। কোনও সমস্যা থাকলে নেতৃত্বের সঙ্গে উনি কথা বলুন। কারণ ওনার সঙ্গে সবসময় বিজেপি রয়েছে।”