Siliguri: আইনজীবীর গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, উত্তেজনা শিলিগুড়িতে, সিভিকের কলার ধরে টান

Siliguri: আইনজীবীর দাবি, তাঁর স্ত্রীর ভিডিয়ো করতে শুরু করেন সিভিক ভলান্টিয়ার। অশালীন মন্তব্য করেন বলেও অভিযোগ। এ নিয়ে সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে বচসা শুরু হয়। ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযোগ, পুলিশের সামনে দুই সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয়। জামা ছিঁড়ে দেওয়া হয়।

Siliguri: আইনজীবীর গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, উত্তেজনা শিলিগুড়িতে, সিভিকের কলার ধরে টান
পথ অবরোধ তুলতে তৎপর পুলিশImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 10, 2025 | 11:52 PM

শিলিগুড়ি: একটি গাড়ির পিছনে অন্য গাড়ির ধাক্কা। আর তাকে কেন্দ্র করেই উত্তেজনা শিলিগুড়ির সেবক রোডে। দুই সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ উঠল। অন্যদিকে, সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। মদ্যপ অবস্থায় মারধরের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারাও ট্র্যাফিক পুলিশের বিরুদ্ধে সরব হন। সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে দৌরাত্ম্যের অভিযোগে রাস্তা অবরোধ করেন। প্রায় ঘণ্টা তিনেক যান চলাচল বন্ধ থাকে সেবক রোডে।

রবিবার সন্ধেয় এক আইনজীবীর গাড়িতে ধাক্কা মারে একটি গাড়ি। সেইসময় সিভিক ভলান্টিয়ার এসে ঘাতক গাড়িটিকে সেখান থেকে চলে যাওয়ার সুযোগ করে দেন। এর প্রতিবাদ করেন ওই আইনজীবী ও তাঁর সঙ্গীরা। এই নিয়ে সিভিক ভলান্টিয়ারের সঙ্গে বাদানুবাদ বাধে।

সিভিক ভলান্টিয়ারের কলার ধরে টানছেন একজন

আইনজীবীর দাবি, তাঁর স্ত্রীর ভিডিয়ো করতে শুরু করেন সিভিক ভলান্টিয়ার। অশালীন মন্তব্য করেন বলেও অভিযোগ। এ নিয়ে সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে বচসা শুরু হয়। ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযোগ, পুলিশের সামনে দুই সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয়। জামা ছিঁড়ে দেওয়া হয়। অন্যদিকে, সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় হামলা চালানোর অভিযোগ করেন আইনজীবী। তিনি বলেন, পুলিশের হস্তক্ষেপে একজন সিভিক ভলান্টিয়ার এসে যখন তাঁদের কাছে ক্ষমা চাইছিলেন, তখন অন্য এক মদ্যপ সিভিক ভলান্টিয়ার এসে হামলা চালান।

স্থানীয় বাসিন্দারা আইনজীবীর পাশে দাঁড়ান। তাঁরাও ট্র্যাফিক পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এরপরই রাস্তা অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। যানজট হয়। ঘণ্টাতিনেক ধরে চলে বিক্ষোভ। শেষপর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।