শিলিগুড়ি: আজ শিলিগুড়ি যেন বঙ্গ রাজনীতির ভরকেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন সেখানে। আর সেই সভার প্রতিবাদে পাল্টা সভা রয়েছে বিজেপির। যেখানে প্রধান বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার থেকেই এই সভা ঘিরে পারদ চড়েছে শিলিগুড়িতে। মঙ্গলবারও এই জোড়া কর্মসূচি ঘিরে শীতের শিলিগুড়িতে উত্তাপ বাড়ছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। অন্যদিকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ভিআইপি রেস্ট হাউজ হলে সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্শিয়াং, আলিপুরদুয়ার, বানারহাট হয়ে আজ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী। শিলিগুড়ির যে স্টেডিয়ামে তিনি সভা করবেন, তা নিয়েই আপত্তি বিজেপির। ফুটবল লিগ বন্ধ করে এই সভা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। তারই প্রতিবাদে পাল্টা সভা করতে চলেছেন শুভেন্দু। এ নিয়ে প্রথম থেকেই রাজনীতির লড়াই শুরু হয়েছে।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আগেই বলেন, “কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খেলা ছাড়া অন্য কোনও কর্মসূচি হবে না বলে সিদ্ধান্ত হয়। অথচ এখন দেখছি খেলা হবে স্লোগান দেওয়া তৃণমূলের প্রধান স্টেডিয়ামে সভা করবেন। আর তার জন্য ফুটবল লিগ বন্ধ রাখা হয়েছে। এটা হলে আমরা বিরোধিতা করবই।”
পাল্টা শিলিগুড়ির মেয়র গৌতম দেবকেও বলতে শোনা গিয়েছে, “খেলাধূলা আমার হৃদয়ে। আমি খেলাধূলার সঙ্গে থাকি। এটা নিয়ে রাজনীতি করাটা অত্যন্ত নিন্দার। আমি নিজে মাঠের লোক। আর বিজেপিরও অধিকার আছে বিক্ষোভ দেখানোর। সেই বিক্ষোভ কীভাবে মোকাবিলা করতে হয় তাও আমার জানা আছে। বিজেপি বেশি বাড়াবাড়ি করলে হাত পা ভেঙে দেব।” মঙ্গলবার সকাল থেকেই দুই ফুলের শিবিরে ব্যস্ততা তুঙ্গে। সাড়ে ১২টা নাগাদ শুভেন্দুর সভা। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান শুরু হওয়ার কথা দুপুর দেড়টা নাগাদ।