দার্জিলিং: পাহাড়ে শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি শুরু হয়েছে। জানা যাচ্ছে ধসের জেরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এ দিকে বৃষ্টির জেরে বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। তবে জানা যাচ্ছে, দার্জিলিংয়ে এই মুহূর্তে কোনও পর্যটক আটকে নেই। আপাতত নিরাপদেই রয়েছেন তাঁরা।
আলিপুর আবহাওয়া অফিস আগেই পূর্বাবাস দিয়েছিল, বঙ্গোপসারে নিম্নচাপের জেরে দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিসের সেই পূর্বাভাস সত্যি করেই শুরু হয়েছে ভারী বৃষ্টি। আর বৃষ্টির জেরে বিপর্যস্ত অবস্থা দার্জিলিংয়ে। পাহাড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির জেরে ধস তো নেমেছে। রিম্বিক-দার্জিলিংয়ে যাওয়ার রাস্তা বন্ধ। পাশাপাশি অনেক স্কুলও বন্ধ রয়েছে সেখানে।
এ দিকে, জানা যাচ্ছে ধসের জেরে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মৃতের নাম রঘুবীর রাই (৭৮)। তাঁর বাড়ি দার্জিলিং থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের বুজুওয়া গ্রামে। জানা যাচ্ছে, এ দিন সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সময় আচমকাই ধস নামে। মৃত্যু হয় তাঁর। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ আগেই ভয়াবহ গরমে তেতেছিল দার্জিলিং। সেপ্টেম্বর মাসে তাপমাত্রা পৌঁছেছিল ৪০ ছুঁইছুঁই। কার্যত গরমে নাজেহাল অবস্থা হওয়ার জোগাড় ছিল। আর এবার বৃষ্টি হতেই ধসের জেরে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত।