Sevak: সেবকে রেলপ্রকল্পের কাজ চলাকালীন দুর্ঘটনা, মৃত্যু শ্রমিকের

Dhanraj Ghising | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 12, 2024 | 11:55 AM

Sevak: বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ সেবকে ১ নম্বর টানেলে কাজ চলছিল। সেই সময় চলমান একটি যন্ত্র বিমে ধাক্কা মারে। যার জেরে ভেঙে পড়ে চাঙড়। আর তাতেই মৃত্যু হয় ওই শ্রমিকের। জানা গিয়েছে, ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শম্ভু ছেত্রী (৪১)।

Sevak: সেবকে রেলপ্রকল্পের কাজ চলাকালীন দুর্ঘটনা, মৃত্যু শ্রমিকের
শ্রমিকের মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সেবক: সেবক রংপো রেলপ্রকল্পের কাজ চলাকালীন দুর্ঘটনা। চাঙর ভেঙে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনায় সরব হলেন দার্জিলিংয়ের বিদায়ী সাংসদ রাজু বিস্তা। বিষয়টির তদন্ত শুরু করেছে রেল।

বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ সেবকে ১ নম্বর টানেলে কাজ চলছিল। সেই সময় চলমান একটি যন্ত্র বিমে ধাক্কা মারে। যার জেরে ভেঙে পড়ে চাঙড়। আর তাতেই মৃত্যু হয় ওই শ্রমিকের। জানা গিয়েছে, ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শম্ভু ছেত্রী (৪১)।

ঘটনার পরই এলাকায় পৌঁছন রাজু বিস্তা। তাঁর বক্তব্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা এই মৃত্যুর ঘটনার দায় এড়াতে পারে না। এই ঘটনা বরদাস্ত করা হবে না কোনও ভাবেই। অপরদিকে, দায়িত্ব প্রাপ্ত সংস্থার ডিরেক্টর মাহিন্দার সিং বলেন, “ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। ঠিকাদারি সংস্থার সঙ্গেও কথা বলা হচ্ছে।”

বিস্তারিত আসছে…

Next Article